Cold Wave: প্রবল ঠান্ডায় ৫ টাকায় মিলছে উষ্ণতার পরশ! এলাকার ব্যবসায়ীরা যা ব্যবস্থা করলেন, শুনলে আপনিও অবাক হয়ে যাবেন

Last Updated:

Cold Wave : চরম ঠান্ডায় ৫ টাকাতেই এভাবে মিলছে উষ্ণতার পরশ! কল্যাণগড় বাজারের ব্যবসায়ীরা যা করলেন।

+
ঠান্ডায়

ঠান্ডায় বাঁচতে অভিনব উদ্যোগ

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায় : আগুন পোহাতে লাগছে পাঁচ টাকা! শুনতে অবাক লাগলেও এমনই এক মজার দৃশ্য ধরা পরল উত্তর চব্বিশ পরগনার অশোকনগর কল্যাণগড় বাজারে। চরম ঠান্ডায় উষ্ণতার পরশ পেতেই মাত্র ৫ টাকায় যেন পিকনিকের আনন্দে মেতে উঠেছেন সাধারণ মানুষ।
জেলার পারদ নেমে যাওয়ায় শীতের দাপট এখন চোখে পড়ার মতো। রেকর্ড গড়া এই পারদ পতনে উত্তর ২৪ পরগনার কল্যাণগড় বাজার এলাকায় সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। রাস্তাঘাটে লোকজন কম থাকায়, সেই সুযোগে স্থানীয় দোকানদাররা অভিনব উদ্যোগ নেন- ৫ টাকায় আগুন পোহানোর ব্যবস্থা। নিজেরাই টাকা তুলে কাগজ-কাঠ জোগাড় করে, সঙ্গে গরম চায়ের আড্ডায় শীত ভুলতে দেখা যায় অনেককে।
advertisement
দক্ষিণবঙ্গে শীতের প্রকোপ ক্রমেই বাড়ছে। ইতিহাস যেন নতুন করে ফিরে আসছে- ১৮৯৯ সালের ২০ জানুয়ারিতে কলকাতার তাপমাত্রা নেমেছিল ৬.৭ ডিগ্রিতে। এবারও কি সেই রেকর্ড ভাঙবে! চলছে সেই চর্চাও। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ঠান্ডার দাপট এখনও থামার লক্ষণ নেই। এদিনও কলকাতার তাপমাত্রা আরও নেমেছে।
advertisement
আরও পড়ুন- চরম ঠান্ডায় ৫ টাকাতেই এভাবে মিলছে উষ্ণতার পরশ! কল্যাণগড় বাজারের ব্যবসায়ীরা যা করলেন
ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় ট্রেন-বাস চলছে ধীর গতিতে। জেলার নানা প্রান্তে শীতের কনকনানীতে একদিকে যেমন চায়ের দোকানগুলিতে ভিড় পাশাপাশি মজার দোকানেও ভিড় লক্ষ্য করা গিয়েছে। বিগত কয়েক বছরে কলকাতা লাগোয়া এলাকার মানুষজনরা বলছেন, এমন ঠান্ডা না পড়ার কারণেই সেভাবেই শীত বস্ত্র কেনা হয়নি, যা এবছর কিনতে হচ্ছে। শীতের এই রোষ কতদূর যাবে, তা নিয়েই যেন বাড়ছে উদ্বেগ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cold Wave: প্রবল ঠান্ডায় ৫ টাকায় মিলছে উষ্ণতার পরশ! এলাকার ব্যবসায়ীরা যা ব্যবস্থা করলেন, শুনলে আপনিও অবাক হয়ে যাবেন
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement