North 24 Parganas News: গঙ্গার পাইপলাইন ফেটে বিপত্তি! যা ঘটল তারপর কল্পনার বাইরে
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
North 24 Parganas News: নৈহাটি থেকে আসা গঙ্গার জলের পাইপ লাইনের পয়েন্ট ফেটে হিজলিয়া এলাকায় বিপত্তি। গঙ্গার জলের পাইপ লাইন ফেটে রীতিমতো তীব্র গতিতে জল বেরোতে থাকে।
উত্তর ২৪ পরগনা: নৈহাটি থেকে আসা গঙ্গার জলের পাইপ লাইনের পয়েন্ট ফেটে হিজলিয়া এলাকায় বিপত্তি। গঙ্গার জলের পাইপ লাইন ফেটে রীতিমতো তীব্র গতিতে জল বেরোতে থাকে। যার ফলে পার্শ্ববর্তী হাবরা নৈহাটি রোড রীতিমতো প্লাবিত হয়ে পড়ে মুহূর্তেই। বন্ধ হয়ে যায় একদিকের যান চলাচল। রাস্তায় দাঁড়িয়ে পড়েন পথ চলতি মানুষজন।
ঘটনার মুহূর্তের ছবিও হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গোটা এলাকা ভরে যায় গঙ্গার জলের সঙ্গে উঠে আসা কাদা মাটিতে। এই ঘটনায় জলের তোড়ে ধ্বসে পরে রাস্তার বেশ কিছুটা অংশও। পার্শ্ববর্তী বিদ্যাধরী খাল সংস্কারের পর সেভাবে জল না থাকলেও, এই ঘটনার পর থেকেই রীতিমতো খাল জলে ভরে উঠেছে বলেই দাবি স্থানীয়দের।
তবে বাড়ির কাছে এভাবে গঙ্গা জল পাওয়ায় সেই সুযোগ অবশ্য হাতছাড়া করলেন না অনেকেই। গঙ্গার জল আনতে অশোকনগরের মানুষজনকে যেতে হয় সুদূর নৈহাটি, যা প্রায় ২৫ কিলোমিটার দূরে। তবে এদিন অনেককেই দেখা গেল খালি বোতলে গঙ্গার জল ভড়তে, পুজোর কাজে ব্যবহারের জন্য। অনেকেই আবার গঙ্গার জল মাথায় ছেটালেন পবিত্রতার জন্য।
advertisement
advertisement
যদিও পরবর্তীতে ধীরে ধীরে জলের তোর কমলেও দেখা যায় রাস্তার উপর পলি জমে গিয়েছে। রাতভোর এমন পরিস্থিতি চললেও, এখনও পর্যন্ত মেরামতি করা হয়নি ফাটা ওই গঙ্গার জলের পাইপলাইন। তাই অনবরত বেরিয়ে যাচ্ছে জল। এখন দেখার কত দিনে মেরামতি করা হয় এই গঙ্গার জলের পাইপলাইনটি, অপচয় বন্ধ হয় জলের। পাশাপাশি গুরুত্বপূর্ণ এই রাস্তা মেরামতি করে স্বাভাবিক হয় যান চলাচল।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2024 3:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: গঙ্গার পাইপলাইন ফেটে বিপত্তি! যা ঘটল তারপর কল্পনার বাইরে