আসানসোল শুটআউট কাণ্ডে গ্রেফতার আরও ২! জলপাইগুড়ি থেকে ধরল পুলিশ, এবার জালে কারা?
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Asansol Shootout: এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ৩ জনকে গ্রেফতার করা হল
আসানসোল, পশ্চিম বর্ধমান, দীপক শর্মাঃ আসানসোলের কুলটি শুটআউট কাণ্ডে ফের দুই গ্রেফতারি। নিয়ামতপুর শুটআউটের এই ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করল কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। জলপাইগুড়ি থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম ফারানাজ ও ফারানাজের গাড়ির চালক ফাইজল।
এই নিয়ে এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ৩ জনকে গ্রেফতার করা হল। গত শুক্রবার রাতে কুলটি থানার নিয়ামতপুর রহমান পাড়ায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন জাভেদ বারিক। তিনি আসানসোল পৌরনিগমের এক অস্থায়ী কর্মী ছিলেন। এই শুটআউট কাণ্ডের প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন।
আরও পড়ুনঃ আবাস যোজনার ঘর এখনও মেলেনি, বৃষ্টিতে ভেঙে পড়ল তৃণমূল নেতার মাটির বাড়ি! অল্পের জন্য প্রাণরক্ষা
ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে নিহত জাভেদ বারিকের খুড়ততো ভাই ইন্তেখাব আলমকে গ্রেফতার করে। এরপর এই ঘটনায় নিহতের খুড়ততো বোন ফারানাজ ও তাঁর গাড়ির চালক ফাইজলকে গ্রেফতার করা হল। এখনও পর্যন্ত এই খুনের ঘটনায় মোট ৩ জনকে গ্রেফতার করল পুলিশ।
advertisement
advertisement
গত শুক্রবার রাতে দুষ্কৃতীদের গুলিতে খুন হন জাভেদ বারিক নামে আসানসোল পৌরনিগমের এক অস্থায়ী কর্মী। ইতিমধ্যেই এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আগামীদিনে এই শুটআউট কাণ্ডের তদন্তে কী মোড় আসে সেটাই দেখার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 02, 2025 3:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আসানসোল শুটআউট কাণ্ডে গ্রেফতার আরও ২! জলপাইগুড়ি থেকে ধরল পুলিশ, এবার জালে কারা?