Asansol News: আসানসোলের 'ঘাঘর বুড়ি স্পেশাল টি', একবার না চাখলে বড় মিস
- Reported by:Rintu Panja
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
এই চা একবর খেলে ভুলতে পারবেন না
আসানসোল: কাছের মানুষদের সঙ্গে ক্যাফে বা রেস্তরাঁয় চা-কফির কাপে চুমুক দেওয়ার মজাই আলাদা! এবার ট্রেন্ডে আসালসোলের বিখ্যাত ঘাঘর বুড়ি স্পেশাল টি! কী আছে এই চায়ে?
সকালে বেড টি হোক কিংবা বিকেলে জমাটি আড্ডা… বাঙালির চা মাস্ট। চায়ের টানে বাঙালি কী না করতে পারে! পছন্দের চায়ে চুমুক দিতে পাড়ি দিতে পারে ১০-২০ কিমি রাস্তা! ইদানীং চা-প্রেমী বাঙালির পছন্দের তালিকায় আছে আসানসোলের এই চায়ের দোকান।
আসানসোল স্টেশনে নেমে, বাসস্ট্যান্ডে গিয়ে রানীগঞ্জ রুটের বাস ধরে কালীপাহাড়ি মোড়ে নেমে হাঁটা পথেই ঘাঘরবুড়ি মন্দির। সেই মন্দির যাওয়ার রাস্তার ধারেই রয়েছে এই দোকান যে দোকানের একটা আলাদাই নাম দিয়েছেন দোকানের মালিক। ঘাঘর বুড়ি স্পেশাল টি।
advertisement
advertisement
প্রায় ১৫ বছর ধরে চলছে এই চায়ের দোকান। ১২ টাকা থেকে শুরু করে ত্রিশ, চল্লিশ, আশি ও একশো কুড়ি টাকা কাপ চা পাওয়া যায় এখানে। কী আছে সেই ১২০ টাকার চায়ে? দোকানের মালিক জানান, ” অন্যান্য চায়ের মত এই চাও তৈরি করা একই ভাবে। তবে ১২০ টাকার স্পেশাল চায়ে থাকে স্পেশাল কেশর, এলাচ, দুধ ও চাকে একটু বেশি ফোটানো হয়ে থাকে।”
advertisement
রিন্টু পাঁজা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 18, 2025 5:46 PM IST







