আসানসোল পুরনিগমের উপনির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পুনর্নির্বাচনের দাবি জানিয়ে চিঠি দিল বিজেপি

Last Updated:

'মেয়র হয়েও কাউন্সিলর ভোটে জয়ের ব্যাপারে নিশ্চয়তা নেই। তাই সন্ত্রাস'। বলছে বিজেপি নেতৃত্ব। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

#আসানসোল: আসানসোল পুরনিগমের উপনির্বাচনে পুনর্নির্বাচনের দাবি জানালো বিজেপি। এই মর্মে মিউনিসিপাল রিটার্নিং অফিসারকে চিঠি দেওয়া হল। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,' যিনি একজন মেয়র তাঁর কাউন্সিলর ভোটে জয়ের ব্যাপারে নিশ্চয়তা নেই। সে কারণেই সন্ত্রাস করেছে শাসক দল। আমরা স্থানীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছি আন্দোলনের পথে নামতে'।
রবিবার আসানসোল পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডে চলছে উপনির্বাচন। পাশাপাশি বনগাঁতেও এদিন চলছে পুরসভার উপনির্বাচন। আর এই দুই নির্বাচন ঘিরেই মিলেছে অশান্তির খবর। এদিন সকাল থেকেই আসানসোলের ১২ টি ভোটগ্রহণ কেন্দ্রের ১৪ টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। বিজেপি প্রার্থী সুদীপ চক্রবর্তীর অভিযোগ, জামুড়িয়ার মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ের ৪২ নম্বর বুথে বিজেপির বুথ এজেন্ট রমেশ দাসকে মারধর করে তাড়িয়ে দিয়েছে তৃণমূল। তাঁর অভিযোগ, শাসক দলের দুষ্কৃতীরা বুথ দখলের চেষ্টা করছে'। যদিও বিজেপি প্রার্থীর অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।
advertisement
advertisement
রবিবার জে কে নগর মোড় এলাকায় বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই সহ অন্যান্য বিজেপি কর্মী ও সমর্থকরা ভিড় করলে পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। এই নিয়েই বিজেপির অভিযোগ, পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। শাসক দলের নেতারা এক জায়গায় জড়ো হয়ে বসে থাকলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। প্রসঙ্গত, এই কেন্দ্রের নির্বাচনে তৃণমূলের প্রার্থী আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায়। বিজেপির প্রার্থী সুদীপ চক্রবর্তী, সিপিএমের প্রার্থী শুভাশিস মণ্ডল ও কংগ্রেসের প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায়।
advertisement
আসানসোল পুরভোটে ৬ নম্বর ওয়ার্ডে জিতেছিলেন তৃণমূলের সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। বিধান উপাধ্যায়কে মেয়র করা হলেও তিনি কোনও ওয়ার্ড থেকে না জিতেই যেহেতু মেয়র নির্বাচিত হয়েছিলেন, তাই দলের নির্দেশে  ৬ নম্বর ওয়ার্ড থেকে পদত্যাগ করেন সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই প্রার্থী করা হয় বিধান উপাধ্যায়কে। সেই কারণেই উপনির্বাচন। যে নির্বাচনকে ঘিরেই অশান্তির খবর। শাসক দলের সন্ত্রাস, বুথ জ্যাম রিগিং , দলীয় কর্মীকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়া সহ একাধিক অভিযোগ নিয়ে সরব হয়ে আন্দোলনের পথে নেমেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মী- সমর্থকরা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আসানসোল পুরনিগমের উপনির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পুনর্নির্বাচনের দাবি জানিয়ে চিঠি দিল বিজেপি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement