#আসানসোল: গত লোকসভা নির্বাচনের পুনরাবৃত্তিই হল ২০১৯-এ৷ আসানসোল কেন্দ্রটি পেল না তৃণমূল কংগ্রেস৷ হারের দায় স্বীকার করে আসানসোলের মেয়র পদে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন জিতেন্দ্র তিওয়ারি৷ ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের হারের দায় নিয়েছেন জিতেন্দ্র৷
সূত্রের খবর, আজ অর্থাত্ শুক্রবারই পদত্যাগ করতে পারেন জিতেন্দ্র তিওয়ারি৷ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র পাঠাতে পারেন৷ আসানসোলে ৬ লক্ষ ৩৩ হাজার ৩৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়৷
নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের মুনমুন সেনকে তিনি হারিয়েছেন ১ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ ভোটে৷ মুনমুন সেনের প্রাপ্ত ভোট ৪ লক্ষ ৩৫ হাজার ৭৪১৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ElectionsWithNews18, Lok Sabha Elections 2019 Result, Verdict2019WithNews18