Bangla News: টিকিট ছাড়াই চড়ে বসুন আসানসোল এক্সপ্রেসে! মিলবে দেদার খাবার, কীভাবে সম্ভব? জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Bangla News: ভেজ, ননভেজ তালিকায় আছে সবকিছু। ব্রেকফাস্ট হোক অথবা লাঞ্চ বা ডিনার, সবকিছুর জন্যই প্রস্তুত রয়েছে আসানসোল এক্সপ্রেস।
আসানসোল: শহরের খাদ্যরসিকদের কাছে নতুন আকর্ষণ আসানসোল এক্সপ্রেস। কাটতে হবে না কোনও টিকিট, ট্রেনে উঠলেই পেয়ে যাবেন খাবারের খনি। ভেজ, ননভেজ তালিকায় রয়েছে সবকিছু। ব্রেকফাস্ট হোক অথবা লাঞ্চ বা ডিনার, সবকিছুর জন্যই প্রস্তুত রয়েছে আসানসোল এক্সপ্রেস। শহরবাসী হোন বা সাধারণ যাত্রী, সবাইকে স্বাগত জানাবে এই ট্রেন।
আসানসোল এক্সপ্রেস কোনও ট্রেন নয়। সাধারণ কোনও রেস্তোরাঁও নয়। ট্রেনের কামরায় তৈরি রেস্টুরেন্ট, যা তৈরি হয়েছে রেলের তত্ত্বাবধানে। বেশ কয়েক বছর আগে রেস্টুরেন্ট অন হুইলস উদ্যোগ নিয়েছিল রেল। সেই উদ্যোগে আসানসোল স্টেশনের বাইরেও একটি রেস্তোরাঁ তৈরি করা হয়েছিল। তবে কিছু জটিলতার কারণে তা বন্ধ ছিল বেশ কিছুদিন।

advertisement
advertisement
আরও পড়ুনঃ বড়দিনে রেকর্ড পরিমাণ মদ বিক্রি এই জেলায়! টাকার অঙ্ক জানলে মাথা ঘুরে যাবে
তবে সেই রেস্টুরেন্ট অন হুইলস আবার খুলেছে নবরূপে, যার নাম দেওয়া হয়েছে আসানসোল এক্সপ্রেস। সদ্য এই আসানসোল এক্সপ্রেস নামের রেস্তোরাঁটি খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য, যা শহরবাসীর কাছে আবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশেষ করে যারা দীর্ঘ পথ ট্রেনে যাত্রা করেন, তারা হাতে কিছুটা সময় পেলে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন, খরচ হবে সাধ্যের মধ্যে।
advertisement
আসানসোল এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। তিনি জানিয়েছেন, স্টেশনগুলিকে নবরূপে সাজিয়ে তোলা হচ্ছে, যার মধ্যে রয়েছে আসানসোল স্টেশন। আসানসোল স্টেশনকে অত্যাধুনিক সমস্ত সুযোগ সুবিধা দিয়ে সাজানোর পরিকল্পনা রয়েছে রেলের।
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 28, 2023 3:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: টিকিট ছাড়াই চড়ে বসুন আসানসোল এক্সপ্রেসে! মিলবে দেদার খাবার, কীভাবে সম্ভব? জানুন