East Burdwan News: শীতের মরশুম শুরু হতেই পুর্ব বর্ধমানে এই ব্যবসা ফুলে-ফেঁপে উঠছে
- Published by:Sovan Goswami
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
পূর্বস্থলী ২ ব্লকের বিভিন্ন এলাকায় প্রায় ১০০ বিঘার কাছাকাছি জমিতে বিভিন্ন ধরণের ফুল চাষ করেন এলাকার বাসিন্দারা। বিশেষ করে গাঁদাফুল চাষই বেশি করেন তাঁরা।
পূর্ব বর্ধমান: শীতের মরশুম শুরু হতেই পূর্বস্থলীর নার্সারি গুলি থেকে ব্যাপক হারে বিক্রি হচ্ছে মরশুমি ফুলের চারা। বিভিন্ন গ্রামাঞ্চল, শহর থেকে শুরু করে ভিনরাজ্যেও পাড়ি দিচ্ছে পূর্বস্থলীর নার্সারির ফুলের চারা। আসাম, বিহার, ঝাড়খণ্ডে লরি করেও পাঠানো হচ্ছে ফুলের চারা৷
ভোর হতেই এলাকার বহু যুবক ফুলের চারা নিয়ে ট্রেনে চেপে ভিন রাজ্যেও পাড়ি দিচ্ছে৷ স্বভাবতই এই কারণে নার্সারি মালিকদের মুখেও হাসি ফুটেছে। গাঁদা, গোলাপ, টগর, ক্যালেণ্ডুলা, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ফুলের চারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে শুরু করে অন্য রাজ্য গুলিতেও সাপ্লাই যায়। নার্সারি গুলিতেও তুমুল ব্যস্ততা বেড়েছে। শুধু তাই নয়, এখন চারা বিক্রি করেও পূর্বস্থলীর বহু বেকার যুবক আয় করেন৷ এই প্রসঙ্গে এক নার্সারির মালিক জানিয়েছেন, এই এলাকাতে পূর্বস্থলী এবং পূর্বস্থলীর আশেপাশের অঞ্চল জুড়ে প্রায় কয়েক হাজার বেকার যুবক মরশুমী ফুলের চারা বিক্রি করে অর্থ উপার্জন করে। এখান থেকে সমস্ত রকমের ফুলের চারা সরবরাহ করা হয় । প্রথমে চারাগুলো হাওড়া পাঠান হয় তারপর ওখান থেকে বেরিয়ে যায় বিভিন্ন রাজ্যে।
advertisement
advertisement
কৃষিদফতর সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী ২ ব্লকের বিভিন্ন এলাকায় প্রায় ১০০ বিঘার কাছাকাছি জমিতে বিভিন্ন ধরণের ফুল চাষ করেন এলাকার বাসিন্দারা। বিশেষ করে গাঁদাফুল চাষই বেশি করেন তাঁরা। মেড়তলা, ঝাউডাঙ্গা অঞ্চলের হালতাচড়া, পলাশপুলি প্রভৃতি এলাকায় বেশি ফুল চাষ হয়। গাঁদা, রজনীগন্ধা, গোলাপ সহ বিভিন্ন ধরণের ফুল চাষ হয়। তবে বিভিন্ন প্রজাতির গাঁদা ফুলের চাষ বেশি হয় এই এলাকায়।
advertisement
আর এখান থেকে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে ফুল নদীয়া জেলার বেথুয়াডহরী, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারে যায়। এমনকি ফুল ভিন রাজ্যেও সরবরাহ করে থাকেন চাষিরা ৷ এখানকার প্রায় বেশির ভাগ বাসিন্দাই বিঘা বিঘা জমিতে ফুল চাষ করে থাকেন। শুধু তাই নয়, পূর্বস্থলী জুড়ে কয়েক হাজার বিঘা জমিতে প্রায় দু’শ এর কাছাকাছি নার্সারি রয়েছে৷ নার্সারি শিল্পের উপরেই কয়েক হাজার মানুষ নির্ভরশীল হয়ে রয়েছেন।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 16, 2023 12:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Burdwan News: শীতের মরশুম শুরু হতেই পুর্ব বর্ধমানে এই ব্যবসা ফুলে-ফেঁপে উঠছে