বয়স বাধা নয়! ফিটনেস ও সাফল্যের নজির গড়ছেন বর্ধমানের অরূপ সাহা

Last Updated:

Bardhaman- কাঁচা-পাকা চুল দেখলে বোঝা যায় বয়সের ছাপ পড়েছে। কিন্তু তাঁর কর্মশক্তি আর ফিটনেস দেখে যে কেউ বিস্মিত হবে।

+
ক্রীড়াবিদ 

ক্রীড়াবিদ 

পূর্ব বর্ধমান: বয়স প্রায় ৬০, মাথায় কাঁচা-পাকা চুল দেখলে বোঝা যায় বয়সের ছাপ পড়েছে। কিন্তু তাঁর কর্মশক্তি আর ফিটনেস দেখে যে কেউ বিস্মিত হবে।
তরুণ প্রজন্ম যেখানে মোবাইল আসক্তিতে জেরবার, সেখানে শিক্ষক অরূপ কুমার সাহা তাঁদের জন্য এক অনন্য অনুপ্রেরণা। বর্ধমান শহরের এই শিক্ষক শুধুমাত্র শিক্ষাদানেই দক্ষ নন, তিনি একাধারে একজন ক্রীড়াবিদও।
দীর্ঘ বহু বছর তিনি যুক্ত রয়েছেন শরীরচর্চার সঙ্গে। রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক স্তরের একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বহু সম্মান ও পদকও অর্জন করেছেন তিনি। এই বয়সেও তাঁর প্রতিদিনের রুটিন শুরু হয় ভোরবেলা। সূর্য ওঠার আগেই তিনি মাঠে চলে যান এবং টানা কয়েক ঘণ্টা ধরে চলে কঠোর শরীরচর্চা ও অনুশীলন।
advertisement
advertisement
আরও পড়ুন- ভাত-তরকারি-ডিম নয়, মিড-ডে মিলে পাতে বিরিয়ানি পেয়ে খুশিতে ডগমগ কোন স্কুলের পড়ুয়ারা?
গ্রীষ্মের দাবদাহ, বর্ষার প্রবল বৃষ্টি বা শীতের কনকনে ঠান্ডা কোনও কিছুই তাকে দমিয়ে রাখতে পারে না। অরূপ বাবু এই বিষয়ে জানান, “শরীরচর্চা কিছুটা নেশার পর্যায়ে পড়ে গিয়েছে। সেটাই ধরে রাখার চেষ্টা করছি এখনও পর্যন্ত।”
advertisement
তাঁর খেলাধুলার প্রতি ভালবাসা শৈশব থেকেই গড়ে উঠেছিল। খেলার পরিবেশে বড় হয়ে ওঠার ফলে এখনও তিনি সেই অভ্যাস ধরে রেখেছেন। শিক্ষকতার ব্যস্ততা, পারিবারিক দায়িত্ব, দৈনন্দিন জীবনের নানা চাপ সামলানোর পরেও তিনি প্রতিদিন মাঠে যান, শরীরচর্চা করেন এবং নিজেকে সুস্থ রাখেন। অরূপ বাবু আরও বলেন, “আমি বর্ধমান রেলওয়ে বিদ্যাপীঠের ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক। বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকেও আমি খেলতে গিয়েছিলাম। এছাড়াও দেশের মধ্যে আমি তামিলনাড়ু, ছত্তিশগড়-সহ বিভিন্ন জায়গায় খেলতে গিয়েছি। এখনও আমাকে অনেক উন্নতি করতে হবে।”
advertisement
আরও পড়ুন- দিলীপের সঙ্গে একই মঞ্চে CPIM-এর তন্ময় ভট্টাচার্য! স্পষ্ট হল আরও, BJP-তে যোগ দেবেন তন্ময়?
বর্তমানে তরুণ প্রজন্মের বেশিরভাগই মোবাইল আসক্ত। খেলার মাঠে এসেও মোবাইল গেম খেলতে দেখা যায় নতুন প্রজন্মের ছেলেমেয়েদের। এদিকে ৬০ বছর বয়সেও শরীরচর্চা চালিয়ে যাচ্ছেন শিক্ষক অরূপ সাহা। খেলার মাঠে উপস্থিত স্বপন দত্ত বলেন, “এই বয়সেও যেভাবে তিনি নিজেকে ফিট রেখেছেন, তা সত্যিই বিরল।”
advertisement
অরূপ কুমার সাহার জীবনযাত্রা প্রমাণ করে, বয়স কেবলমাত্র একটি সংখ্যা। ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলন থাকলে জীবনের যে কোনও পর্যায়েই সুস্থ, কর্মক্ষম ও সফল থাকা সম্ভব। তাঁর এই অধ্যবসায় এবং ক্রীড়া অনুরাগ শুধু বর্ধমান নয়, সমগ্র রাজ্যের মানুষের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে থাকবে।
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বয়স বাধা নয়! ফিটনেস ও সাফল্যের নজির গড়ছেন বর্ধমানের অরূপ সাহা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement