Bankura News: মূল্যবৃদ্ধির মহিষাসুরকে বধ করতে লাউ দিয়ে তৈরি মা দুর্গা! গৃহবধূর শিল্পীসত্তায় মুগ্ধ সকলেই
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bankura News: চৈতালি প্রতি বছর দুর্গাপুজোর আগে নতুনত্ব কিছু করে থাকেন। কিন্তু বাজারে গিয়ে সবজির মূল্যবৃদ্ধি হতে দেখে লাউ দিয়ে মা দুর্গা বানানোর সিদ্ধান্ত নেন তিনি।
বাঁকুড়া: বাঁকুড়ার এক গৃহবধূ করলেন অবাক একটি কাণ্ড। বাজার থেকে কিনে নিয়ে এলেন আস্ত দু’টি লাউ। আর সেই লাউ দিয়ে দু’রাত জেগে তৈরি করলেন মা দুর্গার একটি মূর্তি। লাউ দিয়ে মা দুর্গা বানিয়ে তাক লাগালেন বাঁকুড়ার গৃহবধূ চৈতালি বিশ্বাস। পেশায় মেকআপ আর্টিস্ট চৈতালি প্রতি বছর দুর্গাপুজোর আগে নতুনত্ব কিছু করে থাকেন। কিন্তু বাজারে গিয়ে সবজির মূল্যবৃদ্ধি হতে দেখে লাউ দিয়ে মা দুর্গা বানানোর সিদ্ধান্ত নেন তিনি।
একটি লাউ দিয়ে মাথা এবং অপর একটি লাউ দিয়ে দেহ বানিয়ে মা দুর্গার অপূর্ব রূপ ফুটিয়েছেন চৈতালি। সেই অবয়বকে পরিয়েছেন গয়না। সেই গয়নাগুলিও নিজের হাতেই তৈরি করেছেন তিনি। চৈতালি বলেন, “প্রতিব ছর নতুনত্ব কিছু করে থাকি। এই বছরও সেই কারণে মা দুর্গার মূর্তি তৈরি করলাম। বেছে নিলাম লাউ। পরবর্তীকালে আরও নতুনত্ব করার ইচ্ছে রয়েছে।”
advertisement
বন্যার কারণে সবজির দাম বেড়েছে। সবজি বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। পুজোর আগে যেন গোড়া থেকে নড়ে উঠেছে বাঙালি মধ্যবিত্তের অর্থনৈতিক অবস্থা। চৈতালি বিশ্বাস তাদেরই একজন। পরিশ্রম করে নিজের ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি। ব্যবসার পাশাপাশি প্রতিদিন বাজারও করতে যান চৈতালি। বাজারে গিয়ে দুর্মূল্য শিকার তিনিও এবং সেই কারণেই সবজির মধ্যে মা দুর্গাকে ফুটিয়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন বাঁকুড়ার গৃহবধূ। এক্ষেত্রে মহিষাসুর মূল্যবৃদ্ধি। চৈতালি বলেন, “আমি যে নতুনত্ব শিল্পকর্ম করে থাকি তার জন্য আমাকে উৎসাহ দেন আমার পরিবার থেকে প্রতিবেশী সকলে। তাঁদের উৎসাহ দেখেই আমি উদ্বুদ্ধ হই।”
advertisement
advertisement
দুর্গাপুজোর সামনে এবং দুর্গা পুজোর আগে মন ভাল নেই বাঙালির। বন্যার কবলে রাঢ় বাংলা। জেলা বাঁকুড়াও। বেশ কয়েকদিন আগে বাঁকুড়ার আরেক গৃহবধূ অর্পিতা তৈরি করেছিলেন আখের ছাল দিয়ে মা দুর্গা। আমেজ ধরে রাখতে চৈতালি লাউ দিয়ে তৈরি করলেন মূর্তি।
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 25, 2024 5:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: মূল্যবৃদ্ধির মহিষাসুরকে বধ করতে লাউ দিয়ে তৈরি মা দুর্গা! গৃহবধূর শিল্পীসত্তায় মুগ্ধ সকলেই