Purba Bardhaman News: কদর নেই আর্ট পেপারে, শিল্পীরা ছবি আঁকছেন এই জিনিসের উপর

Last Updated:
+
টি

টি শার্ট এর মধ্যে পটচিত্র 

পূর্ব বর্ধমান : পটচিত্রের কথা কম বেশি অনেকেই জানেন। সংস্কৃতে ‘পট’ শব্দের অর্থ হল কাপড়, আর ‘চিত্র’ মানে ছবি অর্থাৎ সবমিলিয়ে পটচিত্র বলতে কাপড়ের উপর আঁকা ছবিকে বোঝানো হয়। এক পটুয়ার কথায়, আগে যখন আর্ট পেপার ছিল না তখন, পাতলা কাগজ অথবা বাঁশের বিভিন্ন জিনিসের উপর পটচিত্র আঁকা হত। পরবর্তীতে আর্ট পেপার বাজারে আসে । এখনও আর্ট পেপারের পিছনে কাপড় আটকে পেপারের উপর পটচিত্র আঁকা হয় ।
আধুনিকতার যুগে এখন চল কমেছে আর্ট পেপারে আঁকা বড় রোলিং পটের। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন শাড়ি, ওড়না, টি শার্ট প্রভৃতি জিনিসের উপরেও পটচিত্র আঁকা হচ্ছে । পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপের হস্তশিল্প মেলায় দেখা মিলল এরকমই এক পটচিত্র শিল্পীর। সেখানেই মিলল এই নতুন নতুন জিনিসের ওপর আঁকা পটচিত্র। তবে আর্ট পেপারের পাশাপাশি টি শার্ট, ওড়নাতেও পটচিত্র আঁকার কারণ প্রসঙ্গে শিল্পী হারু চিত্রকর জানান,আমরা আমাদের জীবিকা অর্জনের জন্য বা সংসারকে বাঁচানোর জন্য বড় রোলিং পট তৈরি করতাম । কিন্তু প্রত্যেকে এই রোলিং পট কিনতে পারত না এবং বাড়িতে টাঙানোর মত জায়গা থাকত না ।
advertisement
advertisement
আমরা পটচিত্র বাজারে বিক্রি করার জন্য এবং মানুষের কাছে তুলে ধরার জন্য ট্রে ,টি শার্ট ,ওড়না, শাড়ি ,পাঞ্জাবি, শাড়ির মধ্যে পটচিত্র এঁকে বাজারে বিক্রি করছি ।পটচিত্র আঁকার জন্য বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি রং ব্যবহার করা হয়। যেমন, গাছের সিম দিয়ে তৈরি সবুজ রং, ভুসোকালি দিয়ে কালো রং, অপরাজিতা ফুল দিয়ে নীল রং, সেগুন গাছের পাতা দিয়ে মেরুন রং ইত্যাদি। তবে এখন টি শার্ট, ওড়না এইগুলোর মধ্যে কিন্তু প্রাকৃতিক রং করা হয় না। এই জিনিস গুলোর মধ্যে আঁকার জন্য ব্যবহৃত হয় ফেব্রিক রং। আর এই ফেব্রিক দিয়ে আঁকা টি শার্ট, ওড়নার চাহিদাও এখন ব্যাপক।
advertisement
অনেকেই এই নতুন ধরনের পটচিত্রকে আপন করে নিয়েছেন। একটা সময় ছিল যখন পটুয়ারা তাঁদের আঁকা পটচিত্র নিয়ে লোকের বাড়ি বাড়ি গিয়ে পটের গান শুনিয়ে রোজগার করতেন। কিন্তু এখন বিভিন্ন মেলাতেও এই পটুয়াদের তাদের তৈরি জিনিস বিক্রি করতে দেখা যায় । আর এভাবেই আধুনিকতার যুগেও তাদের শিল্পকে টিকিয়ে রাখছেন পটুয়ারা।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: কদর নেই আর্ট পেপারে, শিল্পীরা ছবি আঁকছেন এই জিনিসের উপর
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement