জেলের গারদও আটকাতে পারল না, ভাঙড়ে জয় আরাবুল, হাকিমুলের

Last Updated:

কোনও বাধাই টেকাতে পারল না ৷ ভাঙড়ে উড়ল শাসল দলের বজয় পতাকা ৷ জেলে বসেও জয়ের স্বাদ পেলেন আরাবুল ইসলাম ৷ জয় পেলেন আরাবুলের জেলবন্দী ছেলে হাকিমুলও ৷

#ভাঙড়: কোনও বাধাই ঠেকাতে পারল না ৷ ভাঙড়ে উড়ল শাসল দলের বিজয় পতাকা ৷ জেলে বসেও জয়ের স্বাদ পেলেন আরাবুল ইসলাম ৷ জয় পেলেন আরাবুলের জেলবন্দী ছেলে হাকিমুলও ৷
এই সেই ভাঙড় ৷ ভোটের আগে রাজ্যের অন্যতম সংবেদনশীল এলাকা হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগণার এই এলাকা ৷ ভোট শুরুর আগে-পরে এই ভাঙড়ের ‘রঙ্গমঞ্চে’ একের পর এক ‘নাটক’ দেখেছে রাজ্যবাসী ৷ কখনও আরাবুল বাহিনীর দাপাদাপি, কখনও জমিরক্ষা কমিটির প্রতিবাদ, সেখান থেকেই গুলি-খুন, মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতারি ৷ সবই চলেছে একের পর এক ৷
advertisement
পঞ্চায়েত ভোটের কয়েকদিন আগের ঘটনা ৷ জমি রক্ষা কমিটির মিছিলে আরাবুল বাহিনীর হামলার ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার অবস্থা তৈরি হয়েছিল ভাঙড়ে ৷ অভিযোগ, ওই দিন মিছিলের উপর হামলা চালায় সশস্ত্র আরাবুল সমর্থকরা ৷ এই হামলাতেই মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মাছিভাঙার হাফিজুল মোল্লার ৷ এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় ৷ আরাবুল ইসলামকে গ্রেফতারির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ গ্রেফতার করা হয় ভাঙরের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে ৷
advertisement
advertisement
কিন্তু ভোটের ফল বেরতেই দেখা গেল, আরাবুল ম্যাজিকে ছায়া ফেলতে পারেনি জেলের গরাদ ৷ আবারও ভাঙড় জুড়ে তৃণমূলের জয়জয়কার ৷ যদিও ভোট ব্যাঙ্কে ছাপ ফেলেছে জমি রক্ষা কমিটিও ৷
ভাঙড়ে ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে জয়ী আরাবুল ইসলাম ৷ হারালেন জমিরক্ষা কমিটির প্রার্থীকে ৷
প্রায় ২ হাজার ভোটে জয়ী আরাবুল ৷ পাশাপাশি জয় পেয়েছেন আরাবুলের ছেলে হাকিমুলও ৷ উত্তর গাজিপুর পঞ্চায়েত সমিতিতে জয়ী হন তিনি ৷
advertisement
তবে জমিরক্ষা কমিটির সাফল্যে অন্য তাৎপর্য দেখছেন রাজনৈতিক নেতৃত্ব ৷ পোলেরহাট ২ পঞ্চায়েতে আট আসনে লড়াই হয়েছে ৷ এরমধ্যে পাঁচটি আসনে জয়ী জমিরক্ষা কমিটি ৷ মাছিভাঙা, খামারাইট, টোনায় জয়ী কমিটি ৷ উড়িয়াপাড়া, ডিবডিবাতেও জয় কমিটির ৷ অন্যদিকে, পঞ্চায়েতের তিন আসনে জয়ী তৃণমূল ৷ আট আসনে বিনা লড়াইয়ে আগেই জয় পেয়েছে তৃণমূল ৷ তাহলে একটি দিক পরিষ্কার হচ্ছে, আরাবুলের গ্রেফতারির পরে যে সমস্ত জায়গায় ভোট হয়েছে সেখানে ততটা আঁচড় কাটতে পারেনি তৃণমূল ৷ আটটির মধ্যে মাত্র তিনটি আসন নিজেদের দখলে নিতে পেরেছেন আরাবুল ৷ বিরোধীদের মতে, ভাঙড়ে আরাবুল বাহিনীর তাণ্ডব এবং গ্রেফতারি বিরূপ প্রভাব ফেলেছে মানুষের মনে ৷ হয়তো বিনাপ্রতিদ্বন্দ্বীতায় জেতা আসনগুলিতে ভোট হলে গড় হাতছাড়া হতে পারত আরাবুলের, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জেলের গারদও আটকাতে পারল না, ভাঙড়ে জয় আরাবুল, হাকিমুলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement