Anubrata Mondal: ৪৫ দিন পর বীরভূমে পা দিচ্ছেন অনুব্রত মণ্ডল, বাড়িতে কী ব্যবস্থা হচ্ছে জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Anubrata Mondal: কর্মী সমর্থক নেতারা তাঁর বাড়ি এলাকা সমস্ত জায়গায় তৃণমূলের পতাকা ফেস্টুনে ছেয়ে ফেলেছেন।
কর্মী সমর্থক নেতারা তাঁর বাড়ি এলাকা সমস্ত জায়গায় তৃণমূলের পতাকা ফেস্টুনে ছেয়ে ফেলেছেন। বাড়ির সামনে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। বিধায়ক তথা বোলপুরে তৃণমূল নেতা বিকাশ রায় চৌধুরী জানিয়েছেন, অনুব্রত মণ্ডলকে এই অস্থায়ী মঞ্চে দুই মিনিটের জন্য তোলা হবে এবং তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন বোলপুরের তৃণমূল কর্মী সমর্থকরা।
advertisement
advertisement
অনুব্রত মণ্ডল খাদ্যরসিক সবাই জানে। কিন্তু চিকিৎসার জন্য তাঁর খাবারের কাটছাঁট করা হয়েছে ডাক্তারের পরামর্শে। যে ডায়েট চার্ট তৈরি করে দিয়েছেন চিকিৎসকরা, সেই অনুযায়ী রাতে এসে পেঁপে সেদ্ধ ও ডালিয়া খাবেন এমনটাই জানিয়েছেন। সেইমতো বাড়ির লোকেরা সেই রান্না তৈরি করছেন এবং শারীরিক অসুস্থতার জন্য যদি বাড়ির দোতলায় উঠতে না পারেন, সেজন্য নীচের ঘরেও তাঁর শোওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
advertisement
অনুব্রত মণ্ডলের পরিবার সূত্রে এমনটাই জানা গিয়েছে। বীরভূমে থাকলে অনুব্রত মণ্ডলের ছায়া সঙ্গী হিসেবে দেখা যায় ওমর শেখকে। তিনি জানিয়েছেন কী কী ব্যবস্থা করা হচ্ছে অনুব্রত মণ্ডলের রাতের খাবারের জন্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 20, 2022 12:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: ৪৫ দিন পর বীরভূমে পা দিচ্ছেন অনুব্রত মণ্ডল, বাড়িতে কী ব্যবস্থা হচ্ছে জানেন?