Anubrata Mondal: ৪৫ দিন পর বীরভূমে পা দিচ্ছেন অনুব্রত মণ্ডল, বাড়িতে কী ব্যবস্থা হচ্ছে জানেন?

Last Updated:

Anubrata Mondal: কর্মী সমর্থক নেতারা তাঁর বাড়ি এলাকা সমস্ত জায়গায় তৃণমূলের পতাকা ফেস্টুনে ছেয়ে ফেলেছেন।

বাড়ি ফিরছেন অনুব্রত
বাড়ি ফিরছেন অনুব্রত
কর্মী সমর্থক নেতারা তাঁর বাড়ি এলাকা সমস্ত জায়গায় তৃণমূলের পতাকা ফেস্টুনে ছেয়ে ফেলেছেন। বাড়ির সামনে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। বিধায়ক তথা বোলপুরে তৃণমূল নেতা বিকাশ রায় চৌধুরী জানিয়েছেন, অনুব্রত মণ্ডলকে এই অস্থায়ী মঞ্চে দুই মিনিটের জন্য তোলা হবে এবং তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন বোলপুরের তৃণমূল কর্মী সমর্থকরা।
advertisement
advertisement
অনুব্রত মণ্ডল খাদ্যরসিক সবাই জানে। কিন্তু চিকিৎসার জন্য তাঁর খাবারের কাটছাঁট করা হয়েছে ডাক্তারের পরামর্শে। যে ডায়েট চার্ট তৈরি করে দিয়েছেন চিকিৎসকরা, সেই অনুযায়ী রাতে এসে পেঁপে সেদ্ধ ও ডালিয়া খাবেন এমনটাই জানিয়েছেন। সেইমতো বাড়ির লোকেরা সেই রান্না তৈরি করছেন এবং শারীরিক অসুস্থতার জন্য যদি বাড়ির দোতলায় উঠতে না পারেন, সেজন্য নীচের ঘরেও তাঁর শোওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
advertisement
অনুব্রত মণ্ডলের পরিবার সূত্রে এমনটাই জানা গিয়েছে। বীরভূমে থাকলে অনুব্রত মণ্ডলের ছায়া সঙ্গী হিসেবে দেখা যায় ওমর শেখকে। তিনি জানিয়েছেন কী কী ব্যবস্থা করা হচ্ছে অনুব্রত মণ্ডলের রাতের খাবারের জন্য।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: ৪৫ দিন পর বীরভূমে পা দিচ্ছেন অনুব্রত মণ্ডল, বাড়িতে কী ব্যবস্থা হচ্ছে জানেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement