DA Case in West Bengal: বিরাট খবর, ডিএ মামলায় রাজ্যের আবেদন খারিজ! ৩ মাসেই বকেয়া পাবেন রাজ্য সরকারি কর্মীরা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
DA Case in West Bengal: তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছে আদালত।
#কলকাতা: একাধিক মামলা ঘিরে জেরবার রাজ্য সরকার। এই পরিস্থিতিতে ফের একবার কলকাতা হাই কোর্টে বড় ধাক্কা খেল সরকার। ডিএ মামলায় ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্যের আবেদন খারিজ হয়ে গেল আদালতে। বহাল রইল SAT-এর নির্দেশ। রায় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের। ২৬ জুলাই ২০১৯ সালে SAT যা নির্দেশ দিয়েছিল, সেই রায় বহাল রইল। এদিন নির্দেশ দিতে গিয়ে বিচারপতিরা বলেন, ''ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার।'' সেই সূত্রেই তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছে আদালত।
আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ডিএ বা মহার্ঘ ভাতা পান। কিন্তু পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন কার্যকরই হয়নি। ২০১৬ সালে ডিএ সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল রাজ্য সরকারি কর্মচারী পরিষদের তরফে। এরপর থেকে মামলা একবার স্টেট অ্যাডমিনস্ট্রেটিভ ট্রাইবুনালের (স্যাট) কাছে যায়, একবার বল গড়ায় হাই কোর্টে। রাজ্য সরকারি কর্মচারীদের হিসেব মতো পঞ্চম বেতন কমিশন ও ষষ্ঠ বেতন কমিশন মিলিয়ে প্রায় ৬৮ শতাংশ ডিএ বকেয়া রয়েছে। তার মধ্যে ৩৪ শতাংশের দাবিতে মামলা সরকারি কর্মীদের।
advertisement
advertisement
এই আবহে ২০১৮ সালে কলকাতা হাই কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের নির্দেশ দিয়েছিল রাজ্যকে। পরে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালও মূল্যবৃদ্ধির নিরিখে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের নির্দেশ দেয়। কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা অনেকটাই বকেয়া রেখেছে বলে অভিযোগ কর্মচারীদের। ডিএ ইস্যুতে রাজ্য সরকারের বক্তব্য ছিল, এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার একমাত্র বিধানসভারই আছে। অবশ্য আদালতের পর্যবেক্ষণ ছিল, মূল্যবৃদ্ধির নিরিখে মহার্ঘ ভাতা পাওয়া কর্মীদের অধিকার। আর এই পর্যবেক্ষণেই আশার আলো দেখেছিলেন রাজ্য সরকারি কর্মীরা। বাস্তবে সেই আশাই এবার দিনের আলো দেখল।
advertisement
মামলা চলাকালীন রাজ্য সরকারি কর্মীদের প্রশ্ন ছিল, কেন্দ্রীয় সরকারের কর্মীদের সমতুল্য ডিএ কেন পাবেন না তাঁরা? এই আবহে আদালতের পর্যবেক্ষণ, মহার্ঘ ভাতা পাওয়া কর্মীদের আইনি অধিকার। সেই অধিকাররের কথাই এবার নির্দেশ দিয়ে বুঝিয়ে দিল কলকাতা হাই কোর্ট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 20, 2022 11:18 AM IST