Anubrata Mondal Sukanya Mondal: আর বাংলায় নয়, সমস্ত কিছু নিয়ে দিল্লি চলে গেল ইডি! অনুব্রত-সুকন্যার জন্য আরও দুঃসংবাদ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Anubrata Mondal Sukanya Mondal: গরুপাচার কাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডল বেশ কয়েকমাস যাবৎ তিহাড় জেলে বন্দি। বীরভূমের দাপুটে তৃণমূল নেতা শারীরিক অসুস্থতার কথা জানিয়ে বার বার জামিনের আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি।
আসানসোল: সিবিআইয়ের করা গরু পাচার কাণ্ডের সব ফাইলপত্র নিয়ে আসানসোল আদালত থেকে বুধবার দিল্লির রাউস এভিনিউ আদালতে নিয়ে গেল ইডি। এই মামলায় অভিযুক্ত রয়েছেন অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডল, সাহগেল হোসেন, এনামূল হক, বিএসএফ কমান্ডেট সতীশ কুমার সহ আরও অনেকে। ইডির দুই জন আধিকারিক সিআইএসএফ কর্মীদের নিয়ে এই ফাইল নিতে এসেছিলেন।
গরুপাচার কাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডল বেশ কয়েকমাস যাবৎ তিহাড় জেলে বন্দি। বীরভূমের দাপুটে তৃণমূল নেতা শারীরিক অসুস্থতার কথা জানিয়ে বার বার জামিনের আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। একের পর এক তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এদিকে একই জেলে বন্দি আছেন অনুব্রত কন্যা সুকন্যাও। পুজোর মুখে সুকন্যার জন্যও খারাপ খবর এসেছে।
advertisement
advertisement
এক দুই মাস নয়, টানা চারমাস পিছিয়ে গিয়েছে মামলার শুনানি। সূত্রের খবর, ২০২৪ সালের ১০ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। যার ফলে কার্যত দুর্গাপুজোর মরশুমে জেলেই কাটাতে হবে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে। এই পরিস্থিতিতে এবার পুজোতে তিহাড়েই থাকতে হবে সুকন্যাকে।
advertisement
দিল্লি হাইকোর্টে সুকন্যার জামিনের আবেদন আপাতত পিছিয়ে গিয়েছে বলে খবর। অর্থাৎ এবছর আর জামিনের আবেদন না হওয়ার সম্ভাবনা। সামনের বছর জামিনের আবেদন হতে পারে। সেক্ষেত্রে বীরভূমে ফিরে পুজো দেখার আশায় কার্যত জল পড়ে গেল। পুজো কাটাতে হবে তিহাড়েই।
advertisement
এই আদালতেই জামিনের জন্য আবেদন করেছেন অনুব্রত মণ্ডল। কিন্তু তিনি কি পুজোর সময় বের হতে পারবেন? এনিয়ে এখনও কোনও নিশ্চয়তা মেলেনি। সেপ্টেম্বরের শেষদিকে সেই মামলার শুনানি হবে। তারপরই বোঝা যাবে তিনি আদৌ পুজোর সময় জেল থেকে বের হতে পারবেন কি না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 13, 2023 8:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal Sukanya Mondal: আর বাংলায় নয়, সমস্ত কিছু নিয়ে দিল্লি চলে গেল ইডি! অনুব্রত-সুকন্যার জন্য আরও দুঃসংবাদ