Anubrata Mondal News: সে কী! জয়দেবের মেলায় অনুব্রত মণ্ডল! কীভাবে সম্ভব? জেলাজুড়ে জোর চর্চা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Anubrata Mondal News: শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি, মেলা বা কোথাও রাজনৈতিকভাবে কোন পতাকা ব্যানার ফেস্টুন দেওয়া হয় না।
বীরভূম: ফের বীরভূমের রাজনীতিতে জ্বলজ্বল করে উঠলেন অনুব্রত মণ্ডল। যদিও সশরীরে নয়, কারণ বর্তমানে তিহাড় জেলে বন্দি রয়েছেন তিনি। কিন্তু তাঁর ছবি প্রকাশ্যে এল জয়দেব কেন্দুলি মেলায়। দীর্ঘদিন ধরেই অনুব্রত মণ্ডলের ছবি ব্যবহার করতে দেখা যেত বীরভূমের রাজনীতিতে। অনেকদিন পর দেখা মিলল। তবে উল্লেখযোগ্য ভাবে, কোথাও দেখা যায়নি কাজল শেখের ছবি।
যদিও শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি, মেলা বা কোথাও রাজনৈতিকভাবে কোন পতাকা ব্যানার ফেস্টুন দেওয়া হয় না। যারা মেলা আয়োজন করেছেন তাকে পঞ্চায়েত সমিতি বা যারা রয়েছেন তারা এই পোস্টার দিয়েছেন। এখানে দলের কোন বিষয় নয়।

advertisement
advertisement
প্রসঙ্গত, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল দীর্ঘদিন ধরে দিল্লির তিহাড় জেলে রয়েছেন। তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানেও অনুব্রত মণ্ডলের কোনও ছবি দেখা যেত না। এখন বীরভূম জেলায় শুধুমাত্র কাজল শেখের ছবি দেখা যায়। কিন্তু জয়দেব কেন্দুলি মেলায় দেখা গেল একেবারে অন্য চিত্র।
advertisement
আগের মতো আর অনুব্রত মণ্ডলের হোডিং পোস্টার দেখা যায় না। তবে দীর্ঘদিন পর আবারও জয়দেব মেলায় দেখা গেল অনুব্রত মণ্ডলের দেওয়া পোস্টার। যা লাগানো হয়েছে মেলার প্রবেশ গেটে। অনুব্রতর সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহারও ছবিও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2024 5:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal News: সে কী! জয়দেবের মেলায় অনুব্রত মণ্ডল! কীভাবে সম্ভব? জেলাজুড়ে জোর চর্চা