Anubrata Mondal: দলের কাজে কড়া নজর, এজলাসে বসেই চমকে দিলেন অনুব্রত মণ্ডল! জমিয়ে দিলেন 'খেলা'
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Anubrata Mondal: শনিবার এজলাসেই দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ''পঞ্চায়েত ভোটের জন্য পুরোদমে প্রস্তুতি নিতে হবে। গ্রুপবাজি করা চলবে না।''
#আসানসোল: অনেক চেষ্টা করেও জামিন পেলেন না বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল৷ আগামী ১১ নভেম্বর পর্যন্ত তৃণমূল নেতাকে ফের একবার জেল হেফাজতে পাঠিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত৷ জামিন না পেলেও তিনি যে জেলে থেকেই দলীয় কাজের দিকে নজর রাখছেন, তা স্পষ্ট করে দিয়েছেন শনিবারই। আদালত কক্ষের মধ্যেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে একাধিক বার্তা দিয়েছেন কেষ্টদা।
শনিবার এজলাসেই দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বীরভূম জেলা তৃণমূল সভাপতি বলেন, ''পঞ্চায়েত ভোটের জন্য পুরোদমে প্রস্তুতি নিতে হবে। গ্রুপবাজি করা চলবে না।'' সেইসঙ্গে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি সাফ বলে দেন, ''আমি তো সারা জীবন জেলে থাকব না! ফেরার পরে ওখানে পৌঁছে গ্রুপবাজি দেখলে সকলকে ছেঁটে দেব। ভাল করে সবাই কাজ কর।'' এদিন আদালতে অনুব্রতর সঙ্গে দেখা করতে এসেছিলেন বীরভূমের নলহাটির বিধায়ক রাজেন্দ্রপ্রসাদ সিং, দলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় এবং দলীয় নেতা-কর্মীরা। ঠাকুরের ফুল, ওষুধের প্যাকেট সহ নানা জিনিস অনুব্রতর হাতে তুলে দেন তাঁরা।
advertisement
advertisement
যদিও শনিবার সিবিআই-এর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী৷ বিচারকের সামনে তিনি দাবি করেন, দলবদল অথবা রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার জন্য অনুব্রতকে চাপ দেওয়া হচ্ছে৷ সিবিআই-কেও আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে৷ গরু পাচারের তদন্ত কতদিনের মধ্যে শেষ হবে, সিবিআই-এর আইনজীবীর উদ্দেশে সেই প্রশ্ন করেন বিচারক৷ যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে নির্দিষ্ট কোনও সময়সীমা দেওয়া হয়নি৷ সংস্থার আইনজীবী শুধু বলেন, তাঁরা দ্রুত তদন্ত শেষ করার চেষ্টা করছেন৷
advertisement
অনুব্রতর জামিনের আবেদন করে তাঁর আইনজীবী বলেন, 'ইতিমধ্যেই ৫ টি চার্জশিট জমা করেছে সিবিআই, সেখানে এখনও কেন তদন্তের নামে অনুব্রত মণ্ডলকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হচ্ছে? প্রায় ৭৯ দিন ধরে একজন অসুস্থ মানুষকে আটকে রাখা হয়েছে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে চার্জশিট জমা পড়েছে, সেখানে এমন কিছু দাবি করা হয়নি যা থেকে প্রমাণ হয় যে গরু পাচারে অনুব্রত মণ্ডলের যোগসাজশ রয়েছে।' এখানেই শেষ নয়, অনুব্রতর আইনজীবীর চাঞ্চল্যকর অভিযোগ, সিবিআই চার্জশিটে দাবি করেছে যে অনুব্রত মণ্ডল একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পদ অলঙ্কৃত করে রয়েছেন বলেই তিনি প্রভাবশালী৷ কোনও চার্জশিটে কোনও ব্যক্তির রাজনৈতিক পরিচয় দেওয়া হয় না। সেখানে সে অভিযুক্ত, এটাই লেখা থাকে। তবে কি রাজনৈতিক শিবির বদল করলে অনুব্রত মণ্ডল জামিন পেতে পারেন? নাকি তাঁকে রাজনৈতিক সন্ন্যাস নিতে হবে? তা না হলে তো অনুব্রত মণ্ডলের প্রভাবশালী তকমা ঘুচবে না৷' সিবিআই-এর তরফে অবশ্য পাল্টা দাবি করা হয়, অনুব্রত মণ্ডলের মতো প্রভাবশালী এই মুহূর্তে ছাড়া পেলে তদন্তের গতিপ্রকৃতি পাল্টে দিতে পারেন৷ শুধু তাই নয়, গরু পাচারের তদন্তে নতুন নতুন নামও উঠে আসছে বলে দাবি করেন সিবিআই-এর আইনজীবীা৷ দু' পক্ষের সওয়াল শুনে আগামী ১১ নভেম্বর পর্যন্ত অনুব্রত মণ্ডলের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 30, 2022 10:04 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: দলের কাজে কড়া নজর, এজলাসে বসেই চমকে দিলেন অনুব্রত মণ্ডল! জমিয়ে দিলেন 'খেলা'