Anubrata Mondal: নানুরের পার্টি অফিসে এ কী ঘটল! বীরভূমে অনুব্রত-ম্যাজিক কি অতীত হয়ে গেল?

Last Updated:

Anubrata Mondal: এক সপ্তাহ পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের মামলার শুনানি।

অনুব্রত ম্যাজিক অতীত?
অনুব্রত ম্যাজিক অতীত?
নয়াদিল্লি: সিবিআইয়ের আইনজীবী এসভি রাজু অনুপস্থিত। সেই সূত্রেই সময় চাওয়া হয় সিবিআই-এর তরফে। যে কারণে এক সপ্তাহ পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের মামলার শুনানি।
এদিকে, নানুর বিধানসভার অন্তর্গত বাসাপাড়া মোড়ে দু’তলা একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ছিল। সেই কার্যালয়ে অনুব্রত মণ্ডল থাকাকালীন উপরে ধূপসারা তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয় এবং একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অন্যদিকে অনুব্রত মণ্ডলের ছবি লাগানো ছিল। সোমবার সকালে সেই গ্লো সাইনবোর্ড হঠাৎই খুলে ফেলা হল।
advertisement
advertisement
এর আগেও ওই বাসাপাড়া এলাকার হোসেনপুরে গ্রাম্য পার্টি অফিসের দেওয়াল থেকে অনুব্রত মণ্ডলের ছবি মুছে ফেলা হয়েছিল। এবার বাসাপাড়া এলাকার মূল কার্যালয় থেকেও অনুব্রত মণ্ডলের ছবির বোর্ড খুলে ফেলা হল।
যদিও এই নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কিছু বলতে রাজি নয়। সূত্রের খবর, বোর্ডের লাইটগুলি বিকল হয়ে পড়েছিল, সেইগুলিকে সারানোর জন্যই গ্লো সাইন বোর্ড খোলা হয়েছে। ঠিক হয়ে গেলে আবারও পুনরায় লাগানো হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: নানুরের পার্টি অফিসে এ কী ঘটল! বীরভূমে অনুব্রত-ম্যাজিক কি অতীত হয়ে গেল?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement