কৌশিকী অমাবস্যায় সংশোধনাগারেই পুজো দিলেন অনুব্রত মণ্ডল, প্রসাদ সেই 'নকুলদানা'ই
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Anubrata Mondal | সকাল সকাল স্নান সেরে আসানসোল সংশোধনাগারের হনুমান মন্দিরে মা তারার ছবিতে লাল জবা, ধূপ ও নকুলদানা দেন অনুব্রত। প্রসাদ বিতরণ করেন অন্যান্য বন্দিদের মধ্যে।
#আসানসোল: আজ কৌশিকী অমাবস্যা। আর এই উপলক্ষে সংশোধনাগারেই পুজো দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সকাল সকাল স্নান সেরে আসানসোল সংশোধনাগারের হনুমান মন্দিরে মা তারার ছবিতে লাল জবা, ধুপ ও নকুলদানা দেন অনুব্রত। প্রসাদ বিতরণ করেন অন্যান্য বন্দিদের মধ্যে। প্রসাদে সেই নকুলদানাই৷
তারাপীঠ আর অনুব্রত মণ্ডল এই দুটি নাম একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে। ভোট এলে অথবা অন্য সময়েও অনুব্রত মণ্ডলকে তারাপীঠে পুজো দিতে আসতে দেখা যেত। এমনকি মাঝে মাঝেই তারাপীঠে হোম যজ্ঞের আয়োজন করতে দেখা যেত অনুব্রত মণ্ডলকে। এহেন পরিস্থিতিতে আজ যখন কৌশিকী অমাবস্যা, সেই সময় অনুব্রত সংশোধনাগারে পুজো করছেন ঠিকই, তবে তারাপীঠে স্বাগতম পোস্টার থেকে উধাও হয়ে যেতে দেখা গেল অনুব্রত মণ্ডলকে।
advertisement
আরও পড়ুন- ত্রিপুরায় কি শেষ বিপ্লব দেব জমানা? রাজনৈতিক মহলে শুরু চর্চা
কৌশিকী অমাবস্যার আগে প্রতি বছর তারাপীঠ জুড়ে পুণ্যার্থীদের স্বাগত জানানোর জন্য তারাপীঠ উন্নয়ন পর্ষদের তরফ থেকে ফ্লেক্স টাঙানো হয়। প্রতিবছরের মতো এই বছরও সেই ফ্লেক্স টাঙ্গানোর ক্ষেত্রে কোন রকম ব্যতিক্রম ঘটেনি। তবে ব্যতিক্রম ঘটেছে ফ্লেক্সে। তারাপীঠ মন্দির চত্বর এবং এলাকায় যে ফ্লেক্স টাঙানো হয়েছে সেখানেই দেখা যাচ্ছে, উধাও হয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। যেখানে প্রতিবছর এই সকল ফ্লেক্সে থাকে অনুব্রত মণ্ডল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, সেই জায়গায় এই বছর অনুব্রত মণ্ডল জেলে যেতেই কেবলমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পুণ্যার্থীদের স্বাগতম জানানো হচ্ছে।
advertisement
advertisement
গুপ্ত প্রেস পঞ্জিকা মতে ২৬ আগস্ট শুক্রবার দুপুর ১২ টা ১ মিনিট ৩২ সেকেন্ডে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা তিথি ৷ থাকছে শনিবার দুপুর ১টা ২৩ মিনিট ৪৭ সেকেন্ড পর্যন্ত ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 26, 2022 10:29 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কৌশিকী অমাবস্যায় সংশোধনাগারেই পুজো দিলেন অনুব্রত মণ্ডল, প্রসাদ সেই 'নকুলদানা'ই