নির্বাচনে তপ্ত বীরভূম, ফল নিয়ে আত্মবিশ্বাসী অনুব্রত

Last Updated:
নির্বাচনে তপ্ত লালমাটি। কিন্তু, তাতে ডোন্ট কেয়ার অনুব্রতর। ভোটের আগেই আত্মবিশ্বাসের সঙ্গে রেজাল্ট বলে দিচ্ছেন। কমিশনের শোকজ সত্ত্বেও হুঁশিয়ারি দিচ্ছেন বিরোধীদের। পালটা টক্কর দিচ্ছে বিজেপিও।
কী কনফিডেন্স! ভোট হওয়ার আগেই ফলঘোষণা। এটাই যেন অনুব্রত মণ্ডলের ইউএসপি।ভোটের আগে বিতর্কের ঝড়। তৃণমূলের বীরভূম জেলা সভাপতির নকুলদানা ও পাঁচন মন্তব্য নিয়ে কমিশনের শোকজ। কিন্তু, এমন মন্তব্য যেন অনুব্রত মণ্ডলের ট্রেডমার্ক।
বীরভূমিতে তৃণমূলের সেনাপতি যেন ক্যাপ্টেন কুল। অনুব্রতর এত কনফিডেন্স আসছে কোথা থেকে?
advertisement
- দক্ষ সংগঠক হিসেবে বরাবরই দলে বাড়তি গুরুত্ব পান অনুব্রত মণ্ডল
advertisement
- তাই, বীরভূম ছাড়াও অনুব্রতর হাতে নদিয়া জেলার অতিরিক্ত দায়িত্ব তুলে দিয়েছে দল
- ঘনিষ্ঠ অসিত মালকে বোলপুর আসন থেকে জেতাতে সর্বশক্তি নিয়েই ঝাঁপিয়েছেন অনুব্রত
- বীরভূমে ২ বারের জয়ী শতাব্দী রায়কে জেতানোও অনুব্রত কাছে চ্যালেঞ্জ
তবে কাঁটাও রয়েছে।
- লাভপুর, সাঁইথিয়া, মহম্মদবাজার, ইলামবাজার, খয়রাশোল, নানুর-সহ কিছু জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
advertisement
- দুধকুমার মণ্ডলকে প্রার্থী করে বীরভূমে কিছুটা থাবা বসিয়েছে বিজেপি
জেলার দুই লোকসভা কেন্দ্রেই তৃণমূল, বাম ও বিজেপির ত্রিমুখী লড়াই। তবে, দলবদলের ঢলে বামশিবির যেন কিছুটা গৌণ বীরভূমে। অহরহ রণহুঙ্কার দিলেও, বিজেপির কাছে বড় মাথাব্যথা অনুব্রত মণ্ডলের উপস্থিতি।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নির্বাচনে তপ্ত বীরভূম, ফল নিয়ে আত্মবিশ্বাসী অনুব্রত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement