West Medinipur News: ছৌ মুখোশ থেকে বিহুদের টুপি! বাড়িটাই যেন আস্ত মিউজিয়াম, শতাধিক জিনিসে মন ভরবে
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
শিক্ষক সংগ্রহ করেছেন পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতবর্ষে বিভিন্ন লুপ্তপ্রায় সাংস্কৃতির বিভিন্ন জিনিসকে। ছৌ মুখোশ থেকে বিহুদের টুপি, বিভিন্ন রাজ্যের প্রতীক সম্বলিত চাবির রিং থেকে দোপাট্টা কিংবা বিভিন্ন জায়গায় ব্যবহৃত শাল, উত্তরীয়।
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বাড়ি তো নয় যেন আস্ত মিউজিয়াম। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার একাধিক কুটির শিল্প, মানুষের প্রাচীন দিনের ব্যবহৃত নানান জিনিস যা বর্তমানে লুপ্তপ্রায় এমনকি সারা ভারতবর্ষের বিভিন্ন হারিয়ে যাওয়া লোকসংস্কৃতির অংশকে সংরক্ষণ করেছেন নিজের উদ্যোগে।
পেশা শিক্ষকতা হলেও নেশা অদ্ভুত এই শিক্ষকের। ছাত্র-ছাত্রীদের পড়ানোর পাশাপাশি বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে ভারতবর্ষের বিভিন্ন হারিয়ে যাওয়া জিনিসকে সংরক্ষণ করেছেন নিজে। নিজের বাড়িকেই বানিয়ে তুলেছেন আস্ত একটি মিউজিয়ামে। শিক্ষকের এমন শখ এবং উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
advertisement
advertisement
ছোটবেলা থেকেই কয়েন সংগ্রহের নেশা। ভারতবর্ষ এবং বিদেশের একাধিক নোট ও কয়েন সংগ্রহ করে রেখেছেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা শিক্ষক সন্তু জানা। তবে শুধু নোট কিংবা কয়েন সংগ্রহ নয়, এই শিক্ষক সংগ্রহ করেছেন পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতবর্ষে বিভিন্ন লুপ্তপ্রায় সাংস্কৃতির বিভিন্ন জিনিসকে।
ছৌ মুখোশ থেকে বিহুদের টুপি, বিভিন্ন রাজ্যের প্রতীক সম্বলিত চাবির রিং থেকে দোপাট্টা কিংবা বিভিন্ন জায়গায় ব্যবহৃত শাল, উত্তরীয়, এক এক করে প্রায় শতাধিক জিনিস সংগ্রহ করেছেন এই শিক্ষক। সম্পূর্ণ নিজের উদ্যোগে এবং নিজের খরচে বিভিন্ন ধরনের লুকায়িত সংস্কৃতি ও ইতিহাসের ধারক ও বাহককে সংগ্রহ করে চলেছেন তিনি।
advertisement
কাশ্মীর থেকে কন্যাকুমারী, নেপাল থেকে লন্ডন দেশের পাশাপাশি বিদেশের একাধিক জিনিস সংগ্রহ করেছেন তিনি। টুপি, মুখোশ, শাল, চাদর, শুকনো ফুলের ঝুড়ি, কাঠের পেন, বাঁশের হাতপাখা-সহ প্রায় শতাধিক জিনিস সংগ্রহ করেছেন তিনি। কখনও বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে, আবার কখনও বন্ধু বান্ধবদের মারফত সংগ্রহ করেছেন।
advertisement
তবে সম্পূর্ণ নিজের খরচ ও উদ্যোগে নিজের বাড়িতেই এই সকল জিনিস সংরক্ষণ করেছেন তিনি। শিক্ষকতা ছাড়াও ছাত্র-ছাত্রীদের কাছে প্রদর্শন, বিভিন্ন হারিয়ে যাওয়া লুকায়িত সংস্কৃতির প্রকাশ এবং গবেষকদের কাছে সম্মুখ ধারণা দিতে শিক্ষকের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন সকলে।।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 06, 2025 5:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: ছৌ মুখোশ থেকে বিহুদের টুপি! বাড়িটাই যেন আস্ত মিউজিয়াম, শতাধিক জিনিসে মন ভরবে