Tiger Attack: সুন্দরবনে ফের বাঘের হামলায় এক মৎস্যজীবীর মৃত্যু! শোকের ছায়া গোটা গ্রামে

Last Updated:

Tiger Attack: আবারও বাঘের হামলায় মৃত্যু হল এক মৎস্যজীবীর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বৈঠাভাঙা জঙ্গলে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মধ্যযুগের নাম বর্ণধর মন্ডল (৩০)। মৃতদেবীর বাড়ি মইপিঠ থানার অন্তর্গত দক্ষিণ বৈকুন্ঠপুর এলাকায়।

বাঘের হানায় মৃত্যু মৎস্যজীবীর
বাঘের হানায় মৃত্যু মৎস্যজীবীর
কুলতলী: আবারও বাঘের হামলায় মৃত্যু হল এক মৎস্যজীবীর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বৈঠাভাঙা জঙ্গলে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মধ্যযুগের নাম বর্ণধর মন্ডল (৩০)। মৃতদেবীর বাড়ি মইপিঠ থানার অন্তর্গত দক্ষিণ বৈকুন্ঠপুর এলাকায়।
advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরবেলা তিনজন সঙ্গী নিয়ে বৈঠাভাঙা জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিল বর্ণধর ও তাঁর তিন সঙ্গী হঠাৎ করে জঙ্গল থেকে কাঁকড়া ধরার সময় আচমকায় একটি বাঘ বর্ণধরে উপর হামলা করে বাঘের মুখ থেকে বর্ণধরেকে বাঁচাতে নৌকাতে থাকা লাঠি নিয়ে বাঘের উপর হামলা চালায় এবং ক্ষতবিক্ষত অবস্থায় বর্ণধরকে উদ্ধার করে। ততক্ষণে বর্ণধর মারা গিয়েছে। মৃত বর্ণধরের ক্ষতবিক্ষত শরীর নিয়ে এলাকায় পৌঁছায় তাঁর সঙ্গীরা। এলাকায় বর্ণধরে ঘরের মৃতদেহ নিয়ে আসায় পর কান্নায় ভেঙে পড়ে মন্ডল পরিবারের সদস্যরা।
advertisement
পরিবারের একমাত্র রোজগারের সদস্যকে হারিয়ে দিশাহারা পরিবার। এই বিষয় বর্ণধরে স্ত্রী কল্পনা মন্ডল জানান, বৃহস্পতিবার ভোরে মাছ ধরতে গিয়েছিল এরপর খবর আসে যে বাঘের হামলায় মৃত্যু হয়েছে। কী করব বুঝে উঠতে পারছি না। প্রশাসনের তরফে বারবার রিজার্ভ ফরেস্ট এলাকায় যেতে মানা করা হয় ৷ তবে এই ঘটনা প্রথম নয়, এর আগেও রিজার্ভ এলাকায় কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারিয়েছেন বহু মৎস্যজীবী ৷ সতর্ক করার পরেও এহেন ঘটনায় চিন্তিত প্রশাসন ৷
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tiger Attack: সুন্দরবনে ফের বাঘের হামলায় এক মৎস্যজীবীর মৃত্যু! শোকের ছায়া গোটা গ্রামে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement