হাল ছাড়েনি, শেষমেশ জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় বিজয়ী বাংলার ছেলে

Last Updated:

Ankur Bhattacharya: বারবার ব্যর্থতার পরে অবশেষে জয়! বাংলার নাম উজ্জ্বল করলেন অঙ্কুর ভট্টাচার্য।

বারবার ব্যর্থ হওয়ার পরে অবশেষে জাতীয় টেবিল টেনিসে জয়ী অঙ্কুর
বারবার ব্যর্থ হওয়ার পরে অবশেষে জাতীয় টেবিল টেনিসে জয়ী অঙ্কুর
হাওড়া: বারবার ব্যর্থতার পরে অবশেষে জয়! সতেরো বছর বয়সী অঙ্কুর ভট্টাচার্য জাতীয় টেবিল টেনিসে চ্যাম্পিয়ন।
বাবা মায়ের হাতেই টেবিল টেনিস খেলার হাতেখড়ি। বাবা মাকে দেখেই এই খেলাতে আসার ইচ্ছে শুরু। প্রথম দিকে খুব বেশি মনোযোগ না থাকলেও, পরে এই খেলা ভালবাসায় পরিণত হয়েছে অঙ্কুরের।
২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষাতে বসবে সে। তাই পড়াশোনার পাশাপাশি প্রতিদিন সাত থেকে আট ঘন্টা কঠিন অধ্যাবসায় ও শরীর চর্চা। লম্বা লড়াইয়ের পর অসমাপ্ত স্বপ্ন অবশেষে পূরণ করল অঙ্কুশ।
advertisement
advertisement
আরও পড়ুন- মোহনবাগানের নতুন মুক্তিদাতা ম্যাক হিউ, কেরলকে হারিয়ে শেষ ৬ নিশ্চিত
চলতি মাসেই তামিলনাড়ুর চেন্নাইতে হওয়া জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছিল সে। হাজারের বেশি প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতা। শেষমেষ সকলকে পিছনে ফেলে স্বপ্ন পূরণ অঙ্কুরের।
এতে যেমন খুশি অঙ্কুর, ঠিক একইভাবে খুশি তার বাবা মাও। তার বাবা জানান, হেরে গিয়েও সে চেষ্টা করে গিয়েছে। তাঁরাও তাঁকে উৎসাহিত করেছেন প্রতি মুহূর্তে। অবশেষে সব বাধা পিছনে ফেলে এবার সে সফল।
advertisement
তিনি জানান, প্রথমে সে ক্রিকেট খেলতে চেয়েছিল। ক্রিকেট প্রশিক্ষক তাকে পরামর্শ দিয়েছিলেন টেবিল টেনিস খেলার। মা বাবা দুজনেই এই খেলার সঙ্গেই যুক্ত।
অঙ্কুরের অলিম্পিক খেলাতে অংশ নিয়ে দেশের জন্য সোনার পদক জিতে আনার স্বপ্ন রয়েছে। শনিবার সাঁতরাগাছি স্টেশনে করমন্ডল এক্সপ্রেস থেকে নেমে ফের রাজারহাটের নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে যাওয়ার আগে দেশের মুখ উজ্জ্বল করার অমোঘ স্বপ্ন চোখে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাল ছাড়েনি, শেষমেশ জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় বিজয়ী বাংলার ছেলে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement