#আমতা: দ্বিতীয় বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল আমতার নিহত ছাত্রনেতা আনিস খানের (Anis Khan Death) দেহ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এ দিন আনিস খানের (Anis Khan) পরিবারের সদস্যদের উপস্থিতিতেই দেহ তোলা হয়৷ দেহ তোলার সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদমর্যাদার একজন অফিসার এবং আনিস খানের পরিবারের আইনজীবীও৷
আনিস খানের দেহ তোলার পর ময়নাতদন্তের জন্য তা এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বারাসতের জেলা বিচারকের পর্যবেক্ষণে সেখানে আনিস খানের দেহের দ্বিতীয় ময়নাতদন্ত করা হবে৷ ময়নাতদন্তের সময় আনিস খানের শরীরের ভিসেরার নমুনা সংরক্ষণেরও নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷ পাশাপাশি আনিস খানের ফোনের ফরেন্সিক পরীক্ষারও নির্দেশ দেয় আদালত৷
আরও পড়ুন: আনিস মৃত্যুতে আমতার OC-র ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন, বড় পদক্ষেপ নিল SIT! CBI দাবিতে অনড় পরিবার
এ দিন সকাল থেকেই আনিস খানের দেহ তোলার জন্য প্রস্তুতি নেন সিট-এর আধিকারিকরা৷ প্রথমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিস খানের বাড়িতে গিয়ে তঁর বাবার সঙ্গে দেখা করে দেহ তোলার বিষয়টি জানান৷ এর পর পরিবারের সম্মতিতেই দেহ তোলার প্রক্রিয়া শুরু হয়৷
আরও পড়ুন: আনিস হত্যায় গ্রেফতার কাশীনাথ বেরা-প্রীতম ভট্টাচার্য! কারা তাঁরা? কী বললেন ডিজি?
দেহ তোলার গোটা প্রক্রিয়ারই ভিডিওগ্রাফি করা হয়৷ আনিস খানের দেহ কবর তোলার সময় প্রচুর গ্রামবাসী কবরস্থানের চারপাশে ভিড় করেন৷ তবে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি৷
সিট-এর তদন্তকারীদের দাবি, দ্বিতীয় বার ময়নাতদন্তের রিপোর্ট থেকেই আনিস খানকে ধাক্কা মেরে বাড়ির ছাদ থেকে ফেলা হয়েছিল, নাকি তিনি নিজেই ছাদ থেকে পড়ে যান, সে সম্পর্কে অনেকটাই নিশ্চিত হওয়া সম্ভব হবে৷ প্রথমবার পরিবারকে না জানিয়েই পুলিশ আনিস খানের দেহের ময়নাতদন্ত করেছিল৷ প্রথমে আনিস খানের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য তুলতে দিতে রাজি হয়নি তাঁর পরিবার৷ কারণ সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন তাঁরা৷ পরে হাইকোর্টের নির্দেশে দেহ তুলতে দিতে রাজি হয় আনিস খানের পরিবার৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anis Khan Death