Howrah News: ভারোত্তলোনে নতুন সূর্যোদয় অচিন্ত্য-শ্রাবনীর দেউলপুর গ্রামে!
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: ৬৮ তম স্কুল গেমসের জাতীয় মঞ্চে স্বর্ণপদক জয় করল খসমড়া হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র অনিক মুদি। ৭-১২ ই এপ্রিল অনুষ্ঠিত হওয়া স্কুল গেমসে ৬১ কেজি বিভাগে অংশগ্রহণ করে স্বর্ণপদক জয় অনিকের।
হাওড়া: ভারোত্তলোনে নতুন সূর্যোদয় অচিন্ত্য-শ্রাবনীর গ্রামে! এবার স্কুল গেমসের মধ্য দিয়ে প্রতিভাবান ভার উত্তোলকের আত্মপ্রকাশ। ভারোত্তলন গ্রাম হিসাবে দেশের মানচিত্রে জায়গা করে নিয়েছে হাওড়া পাঁচলা ব্লকের দেউলপুর গ্রাম। শ্রীকান্ত মুদি গৌরব শেঠ জ্যোতি মাল অচিন্ত্য শিউলি শ্রাবণী দাস’দের দেখানও পথে এবার ৬৮ তম স্কুল গেমসের জাতীয় মঞ্চে স্বর্ণপদক জয় করল খসমড়া হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র অনিক মুদি। ৭-১২ ই এপ্রিল অনুষ্ঠিত হওয়া স্কুল গেমসে ৬১ কেজি বিভাগে অংশগ্রহণ করে স্বর্ণপদক জয় অনিকের।
দেউলপুর গ্রামে ভার উত্তোলন খেলার চর্চা দীর্ঘদিনের। তবে গত কয়েক বছরে নতুন প্রজন্মের মধ্যে এই খেলার প্রতি আগ্রহ দারুণভাবে বৃদ্ধি পেয়েছে। গ্রামে একাধিক প্রশিক্ষণ শিবির রয়েছে। দেউলপুর সহ পার্শ্ববর্তী গ্রামের শতাধিক ছেলে-মেয়ে ভার উত্তোলন অনুশীলন করছে। বর্তমানে দেউলপুর গ্রাম থেকে ভার উত্তোলক হিসাবে জাতীয় শিবিরে রয়েছে অচিন্ত্য শিউলি শ্রাবণী দাস। কত ৮ই এপ্রিল জাতীয় স্কুল গেমস সোনা জয়ের পর। দেউলপুর গ্রামের মানুষকে ভার উত্তোলনে আরও আশার আলো দেখাচ্ছে অনিক। ৬১ কেজি বিভাগে স্ন্যাচ ১০১ কেজি এবং ক্লিনজার ১৩৭ কেজি।
advertisement
advertisement
এ প্রসঙ্গে অনিক জানায়,”স্বপ্ন রয়েছে দেশের হয়ে অলিম্পিকে অংশগ্রহণ করা। এই সাফল্য লক্ষ্য পূরণে এগিয়ে আরও কিছুটা এগিয়ে দিল ও উৎসাহ জোগাল। আগামী দিনে আরও কঠোর পরিশ্রম করব।” অনিকের বাবা শ্রীকান্ত মুদি জানান, অলিম্পিকে সুযোগ পেয়েও অর্থনৈতিক অভাবের কারণে খেলা সম্ভব হয়নি। নিজের সেই অসম্পূর্ণ স্বপ্ন ছেলের মধ্য দিয়ে পূরণ করার ইচ্ছে রয়েছে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 11, 2025 5:19 PM IST
