#মুর্শিদাবাদ: স্কুল বন্ধ থাকলেও চালু থাকবে মিড ডে মিল। ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। লকডাউনের আগে, আজ স্কুলে স্কুলে মিড ডে মিল বিলি করল রাজ্য সরকার। অভিভাবকদের হাতে তুলে দেওয়া হল ২ কেজি করে চাল ও আলু।করোনা ঠেকাতে আগেই স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু পড়ুয়াদের জন্য মিড ডে মিল বন্ধ হচ্ছে না। লকডাউনের আগে স্কুলে স্কুলে মিড ডে মিল বিলি করল রাজ্য সরকার। সোমবার সকাল থেকেই কলকাতা ও জেলার বিভিন্ন স্কুলে খাবার বিলি হয়। পড়ুয়াদের জন্য চাল-আলু সংগ্রহ করতে ভিড় জমে যায় অভিভাবকদের। এদিন সকালে সাগরদিঘির সিহারা শিশু বিকাশ অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছড়াল উত্তেজনা । অভিযোগ মুখ্যমন্ত্রীর নির্দেশে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য চাল ও আলু দেয়ার কথা অভিভাবকদের। কিন্তু যে পরিমাণে দেয়ার কথা সেই পরিমাণের থেকে কম দেয়া হচ্ছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। আর এতে উত্তেজনা ছড়ায় ওই শিশু বিকাশ কেন্দ্রে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Pranab Kumar Banerjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anganwadi, Coronavirus, Midday Meal