Ancient Shiva Temple: কয়েক হাজার বছরের প্রাচীন এই শিবমন্দির গ্রামীণ ইতিহাসের এক জীবন্ত দলিল

Last Updated:

Ancient Shiva Temple:হাজার বছরের প্রাচীন মন্দিরের প্রতিটি কোনায় কোনায় লেগে ইতিহাস। মন্দিরের গঠন রীতি অবাক করবে। জানুন বাংলা সীমানায় অবস্থিত এই শিব মন্দিরের নানা অজানা ইতিহাস।

+
শিব

শিব মন্দির

রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: বাংলার প্রাচীন ধারা ঐতিহ্যকে বজায় রেখেছে বিভিন্ন স্থাপত্য। রাজ্যের একাধিক জায়গায় প্রাচীন মন্দির বর্ণনা দেয় এককালের ইতিহাসকে। বাংলা সীমানায় অবস্থিত একাধিক প্রাচীন মন্দিরের গঠনশৈলি প্রমাণ করে প্রাচীনত্বকে। বাংলার প্রাচীন মন্দির এক একটি ইতিহাস ক্ষেত্র। এ বাংলার আনাচে কানাচে লুকিয়ে আছে নানা লোকায়ত সংস্কৃতি। মানুষের ভক্তি এবং বিশ্বাসে বহু প্রাচীনকাল থেকে বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে একাধিক মন্দির। বাংলা ওড়িশা সীমান্ত এলাকায় মন্দিরের শৈলি এবং পুরাকীর্তি গ্রামীণ ইতিহাসের এক একটি জীবন্ত দলিল। বাংলা ওড়িশা সীমান্ত এলাকা দাঁতন। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে আছে বহু পুরাকীর্তি। ইতিহাসের নানা নিদর্শন আছে ছড়িয়ে ছিটিয়ে। ওড়িশা সীমান্ত এলাকায় দাঁতনে আছে হাজার বছরের প্রাচীন শিবমন্দির। পাথরের তৈরি এই মন্দিরে রয়েছে ইতিহাসের নানা নিদর্শন। মন্দিরের গঠনশৈলি অবাক করবে।
অতীতের সাক্ষ্য বয়ে চলেছে পশ্চিম মেদিনীপুরের বাংলা ও ওড়িশা সীমানা সংলগ্ন দাঁতনের মন্দিরবাজার এলাকায় অবস্থিত শ্যামলেশ্বর মন্দিরে। উঁচু ভিত্তিবেদির ওপর মন্দিরটি অবস্থিত। আনুমানিক হাজার বছরের আগে নির্মিত হয়েছিল বলেই গবেষকদের দাবি। মন্দিরের স্থাপত্যটি বেশ আকর্ষণীয়। প্যাগোডার আদলের ছোঁয়া আছে। মন্দিরটির আদলে প্রাচীনত্বের নানা ছাপ। প্রবেশপথের সামনে কষ্টিপাথরে নির্মিত বৃষভ মূর্তিটি ভাস্কর্যের দিক থেকে মূল্যবান। তৎকালীন সময়ে ওড়িশা রাজ্যের অধীনে ছিল বাংলার দাঁতন। তাই মন্দিরের গঠনরীতিতে রয়েছে উৎকল রীতি।
advertisement
বিশাল আকার জায়গা জুড়ে থাকা সহস্র বছরের পুরনো এই মন্দির। মন্দিরের প্রতিষ্ঠালিপি না থাকায়, মন্দির প্রতিষ্ঠা কে করেছিলেন, তা সঠিক জানা যায় না। জানা যায় না প্রতিষ্ঠার সময়কালও। গবেষকদের দাবি সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে মন্দিরটি নির্মিত হয়েছিল। অন্যদের অভিমত, ওড়িশার সূর্যবংশীয় নৃপতি গজপতি মুকুন্দদেব (শাসনকাল ১৫৫৯ – ১৫৬৮) ষোড়শ শতাব্দীর শেষার্ধে মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরের চারপাশ মাকড়া পাথরের প্রায় দশ ফুটের উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। ভেতরের অঙ্গনটির আয়তন ১৩,৮৮৩ বর্গফুট। তার ভিতর ফুট চারেক উঁচু ভিত্তির উপর মন্দিরটি স্থাপিত। ওড়িশী পীর-রীতির আদলে তৈরি মন্দির।
advertisement
advertisement
আরও পড়ুন : দত্তক নিল ৫ বছরের শিশুকন্যা! কাকে? তার পালিত সন্তানের কথা জানলে চমকে যাবেন
মন্দিরের অলঙ্করণ হিসাবে দেখা যায় মূল প্রবেশপথের সামনে একটি নন্দীমূর্তি। মন্দিরের উত্তরদিকে পাথরে খোদিত একটি মকরমূর্তি আছে। সামনের দ্বারপথের মাথায় ভগবান বিষ্ণুর অনন্তশয্যা ফলক আছে। স্বাভাবিকভাবে মন্দিরের দেওয়ালে অলংকারণএবং গঠন রীতি অবাক করবে। গবেষকদের অন্যতম গবেষণার বিষয় এই মন্দির।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ancient Shiva Temple: কয়েক হাজার বছরের প্রাচীন এই শিবমন্দির গ্রামীণ ইতিহাসের এক জীবন্ত দলিল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement