West Medinipur News: ফুটন্ত গরম তেলে হাত চুবিয়ে চপ ভাজেন বৃদ্ধ, জানেন কোথায়?

Last Updated:

৫০ বছর ধরে গরম তেলে হাত চুবিয়ে ভাজেন চপ। সারাদিনে বিক্রি প্রায় শতাধিক। অত্যন্ত গ্রামের এই বৃদ্ধ চপ বিক্রেতার দিন যাপন অবাক করবে।

+
গরম

গরম তেলে হাত চুবিয়ে ভাজেন চপ 

পশ্চিম মেদিনীপুর: সকাল হোক কিংবা বিকেল। তার দোকানে থাকে লম্বা লাইন। গরম তেলে হাত চুবিয়ে উল্টে পাল্টে ভাজেন চপ। যেমন স্বাদ তেমনি সাইজ। দামও রয়েছে সাধ্যের মধ্যে। তাই প্রতিদিন বেশ ভালো ভিড় জমে এই বৃদ্ধের চপ দোকানে। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় চপ নিয়ে বেশ নাম ডাক রয়েছে তার।একাধিক চপ, বেগুনি মিলে টিফিন আইটেম রয়েছে তার কাছে। স্বাভাবিকভাবে প্রায় বছর পঞ্চাশেক এভাবেই দিন গুজরান করছেন ৭৩ বছর বয়সী এই বৃদ্ধ।
পশ্চিম মেদিনীপুরের পিংলার এক প্রত্যন্ত গ্রাম দুজিপুরে রয়েছে নিতাই চাঁদ ভূঁইয়া দাসের চপের দোকান। বয়স তার প্রায় ৭৩। প্রায় ৫০ বছর ধরে তিনি এই চপ ভেজে নিজের সংসার চালাচ্ছেন। এখন তার দোকানের সহযোগিতা করেন তার সহধর্মিনী। তার কাছে রয়েছে আলু, মোচা, পনিরের চপ এমনকি বেগুনিও। যদিও সবটাই নিরামিষ। সকাল হোক কিংবা বিকেল নিরামিষ চপ খেতে বেশ ভালো ভিড় জমছে তার দোকানে। শুধু তাই নয় আশ্চর্যের, গরম তেলে হাত চুবিয়ে চপ কিংবা বেগুনি ভাজছেন এই বৃদ্ধ। এটাই তার দিনের পর দিন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, বাঙালির প্রধান কয়েকটি খাবারের মধ্যে অন্যতম মুড়ি তার সঙ্গে মুচমুচে গরম চপ। যখন একটা চপ পাওয়া যেত সামান্য পাঁচ পয়সায় তখন থেকেই তার এই দোকান। প্রায় ৫০ বছর ধরে রীতিমতযুগের সঙ্গে তাল মিলিয়ে তৈরি করছেন চপ। রাস্তার ধারে তার এই দোকানে প্রতিদিন প্রায় শতাধিক চপ ভাজেন তিনি। দূরদূরান্ত থেকে বহু মানুষ আসেন তার কাছে চপ খেতে।
advertisement
স্বাভাবিকভাবে টগবগে ফুটন্ত তেলে হাত চুবিয়ে তার চপ ভাজা সত্যিই প্রশংসার দাবি রাখে। তবে ৫০ বছর ধরে সংসার চালাতে তার চপ বিক্রি এবং তার প্রতিদিনের দিনযাপনকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: ফুটন্ত গরম তেলে হাত চুবিয়ে চপ ভাজেন বৃদ্ধ, জানেন কোথায়?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement