West Medinipur News: ফুটন্ত গরম তেলে হাত চুবিয়ে চপ ভাজেন বৃদ্ধ, জানেন কোথায়?
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
৫০ বছর ধরে গরম তেলে হাত চুবিয়ে ভাজেন চপ। সারাদিনে বিক্রি প্রায় শতাধিক। অত্যন্ত গ্রামের এই বৃদ্ধ চপ বিক্রেতার দিন যাপন অবাক করবে।
পশ্চিম মেদিনীপুর: সকাল হোক কিংবা বিকেল। তার দোকানে থাকে লম্বা লাইন। গরম তেলে হাত চুবিয়ে উল্টে পাল্টে ভাজেন চপ। যেমন স্বাদ তেমনি সাইজ। দামও রয়েছে সাধ্যের মধ্যে। তাই প্রতিদিন বেশ ভালো ভিড় জমে এই বৃদ্ধের চপ দোকানে। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় চপ নিয়ে বেশ নাম ডাক রয়েছে তার।একাধিক চপ, বেগুনি মিলে টিফিন আইটেম রয়েছে তার কাছে। স্বাভাবিকভাবে প্রায় বছর পঞ্চাশেক এভাবেই দিন গুজরান করছেন ৭৩ বছর বয়সী এই বৃদ্ধ।
পশ্চিম মেদিনীপুরের পিংলার এক প্রত্যন্ত গ্রাম দুজিপুরে রয়েছে নিতাই চাঁদ ভূঁইয়া দাসের চপের দোকান। বয়স তার প্রায় ৭৩। প্রায় ৫০ বছর ধরে তিনি এই চপ ভেজে নিজের সংসার চালাচ্ছেন। এখন তার দোকানের সহযোগিতা করেন তার সহধর্মিনী। তার কাছে রয়েছে আলু, মোচা, পনিরের চপ এমনকি বেগুনিও। যদিও সবটাই নিরামিষ। সকাল হোক কিংবা বিকেল নিরামিষ চপ খেতে বেশ ভালো ভিড় জমছে তার দোকানে। শুধু তাই নয় আশ্চর্যের, গরম তেলে হাত চুবিয়ে চপ কিংবা বেগুনি ভাজছেন এই বৃদ্ধ। এটাই তার দিনের পর দিন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, বাঙালির প্রধান কয়েকটি খাবারের মধ্যে অন্যতম মুড়ি তার সঙ্গে মুচমুচে গরম চপ। যখন একটা চপ পাওয়া যেত সামান্য পাঁচ পয়সায় তখন থেকেই তার এই দোকান। প্রায় ৫০ বছর ধরে রীতিমতযুগের সঙ্গে তাল মিলিয়ে তৈরি করছেন চপ। রাস্তার ধারে তার এই দোকানে প্রতিদিন প্রায় শতাধিক চপ ভাজেন তিনি। দূরদূরান্ত থেকে বহু মানুষ আসেন তার কাছে চপ খেতে।
advertisement
স্বাভাবিকভাবে টগবগে ফুটন্ত তেলে হাত চুবিয়ে তার চপ ভাজা সত্যিই প্রশংসার দাবি রাখে। তবে ৫০ বছর ধরে সংসার চালাতে তার চপ বিক্রি এবং তার প্রতিদিনের দিনযাপনকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 07, 2024 9:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: ফুটন্ত গরম তেলে হাত চুবিয়ে চপ ভাজেন বৃদ্ধ, জানেন কোথায়?