৩২ টি টিমের জমজমাট ফুটবল প্রতিযোগিতা , কে জিতল শেষ পর্যন্ত!
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Football tournament- আন্ত স্কুল ফুটবল প্রতিযোগিতা পুরুলিয়ায় , হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ের মুকুট ছিনিয়ে নিল এই স্কুল!
পুরুলিয়া : বর্তমানে কম্পিটিশনের এই যুগে বই ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না ছাত্রছাত্রীরা। লক্ষ্যে পৌঁছানোর এই লড়াইয়ের খেলাধুলার প্রতি তাদের আগ্রহ অনেকটাই কমে যাচ্ছে। তাই পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মধ্যে খেলাধুলার প্রসার ঘটাতে ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
সহোদয় স্কুল কমপ্লেক্স ওয়েস্টবেঙ্গল চ্যাপ্টারের উদ্যোগে ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হল পুরুলিয়ার নিতুড়িয়ায়। শুক্রবার নিতুড়িয়ার সরবড়ি এলাকায় গড় পঞ্চকোট ইন্টারন্যাশনাল স্কুলের মাঠে এই ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন- সুন্দরবনের মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে বিশেষ পদক্ষেপ! মৎস্য চাষে উৎসাহ
গত ১০ অগাস্ট এই প্রতিযোগিতা শুরু হয়। দুটি দলের মধ্যে মোট ৩২ টি টিম এই খেলায় অংশগ্রহণ করে। দুটি বিভাগ থেকে জয়ী টিমের মধ্যে ফাইনাল ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ডি এ ভি মডেল স্কুল দুর্গাপুর বনাম বানপুর রিভার্স সাইড চিত্তরঞ্জন স্কুল।
advertisement
advertisement
টাইব্রেকারে তিন-দুই গোলে চ্যাম্পিয়ন হয় বার্নপুর রিভারসাইড স্কুল, চিত্তরঞ্জন। রানার্স হয় ডিএভি মডেল স্কুল দুর্গাপুর। এই ফাইনাল খেলাটি আয়োজনের দায়িত্ব বর্তায় গড় পঞ্চকোট ইন্টারন্যাশনাল স্কুলের।
এ বিষয়ে ওই স্কুলের অধ্যক্ষ জয়ন্ত ভট্টাচার্য বলেন, তারা সমস্ত দিক থেকেই এই খেলা সুস্থ ভাবে সম্পন্ন করার জন্য সচেষ্ট ছিলেন। ফাইনাল খেলা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে বার্নপুর রিভারসাইড স্কুল।সহোদয়া স্কুল কমপ্লেক্স-র দেশ জুড়ে একাধিক গ্রুপ রয়েছে।
advertisement
আরও পড়ুন- পাহাড় ছিল স্বপ্ন, পাহাড়ই কাড়ল প্রাণ! ট্রেকিংয়ে গিয়ে ফিরল না বাবা, আফসোস মেয়ের
ওয়েস্টবেঙ্গল চ্যাপ্টারের আওতায় ৫২ টি স্কুলকে নিয়ে একটি গ্রুপ রয়েছে। দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া ও বীরভূমের একাংশকে নিয়ে এই জোন। এই জোনের মধ্যে মোট ৩২ টি স্কুল এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়। এই ৩২-টি স্কুলের টিমকে আসানসোল ও দুর্গাপুর জোনে ভাগ করা হয়।
advertisement
আসানসোল জোনে ১৬ টি দল থেকে ফাইনালে ওঠে বার্নপুর রিভারসাইড স্কুল, চিত্তরঞ্জন। দুর্গাপুর জোন থেকে ফাইনালে ওঠে ডি এ ভি মডেল স্কুল, দুর্গাপুর। তাদের মধ্যে এই দিন চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। আর তাতেই জয়ের মুকুট মাথায় পড়ে বার্ণপুররিভারসাইড স্কুল।
নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এই খেলাকে ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে আবেগ উচ্ছ্বাস লক্ষ্য করা যায় চোখে পড়ার মত।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Aug 24, 2024 5:23 PM IST








