#তারাপীঠ: কলকাতা থেকে তারাপীঠের উদ্দেশ্যে রওনা হযেছিলেন সকালেই ৷ আজ তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল তাঁর ৷ পূর্বনির্ধারিত সেই সূচী মতোই বৃহস্পতিবার সকালে তারাপীঠের মায়ের মন্দিরে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷অমিতের সফর উপলক্ষ্যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে তারাপীঠ মন্দির চত্বর ৷ পুজোর ফুল, মালা, শাড়ি নিয়ে সাড়ে ১২টা নাগাদ তারাপীঠের গর্ভগৃহে ঢোকেন অমিত শাহ ৷ এরপরেই মায়ের পুজো দেন তিনি ৷
আরও পড়ুন: Video: দু’দিনের বঙ্গ সফরে কলকাতায় পৌঁছলেন অমিত শাহ
লোকসভা ভোটে এ রাজ্য থেকে ২২টি আসনে বিজেপি জয়ের আশা দেখছে ৷ কিন্তু তা কি আদৌ সম্ভব ? দিলীপ ঘোষ হোক ৷ কিংবা মুকুল রায় ৷ তাঁরা কি রাজ্য বিজেপিতে প্রভাব ফেলতে পেরেছেন ? তা নিজেই পরখ করে দেখতে চান তিনি ৷ গত বিধানসভা ভোটে ৩০-৪০টি আসনের লক্ষ্যমাত্রা স্থির করেও মাত্র ৩ টি আসনে জিতেছিল বিজেপি ৷ লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও কি সেই বিষয়টিরই পুনারাবৃত্তি হতে চলেছে ? তার প্রতি নজর রাখতে সমস্ত খতিয়ান পরখ করে নিতে কলকাতায় এলেন অমিত ৷
আরও পড়ুন: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন লোকসভা স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।