Amit Shah: অনুপ্রবেশ থেকে দুর্নীতি, বঙ্গে এসেই ২৬'এ পরিবর্তনের ডাক অমিত শাহের! তুলোধনা তৃণমূলকে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Amit Shah: বাংলায় এসেই ২০২৬ সালের বিধানসভায় পরিবর্তনের ডাক দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাতেই কলকাতায় এসেছেন অমিত শাহ।
বনগাঁ : বাংলায় এসেই ২০২৬ সালের বিধানসভায় পরিবর্তনের ডাক দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাতেই কলকাতায় এসেছেন অমিত শাহ। রবিবার বনগাঁর বিএসএফ-এর একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই পেট্রাপোলের ল্যান্ড পোর্ট অথরিটি মঞ্চ থেকে বক্তব্য রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বিমার ৫ লক্ষ টাকা পাচ্ছে সাধারণ মানুষ। বাংলায় একটু সমস্যা আসছে। ২০২৬ সালে বিজেপি সরকার আসার পরে ঠিক হয়ে যাবে।’’ ২০২৬ সালে পরিবর্তনের ডাক দিলেন তিনি।
advertisement
advertisement
পেট্রাপোলের মঞ্চ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, ‘‘ ২০২৬ সালে পরিবর্তন করে দিন আমরা অনুপ্রবেশ রুখে দেব। শান্তি বজায় থাকবে সীমান্তে।’’ পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একাধিক উন্নয়ন তহবিলের তথ্য তুলে ধরেন তিনি। ‘‘২০২৬ সালের বিধানসভার পরে বাংলায় ‘আচ্ছা দিন’ আসবে’, মন্তব্য অমিত শাহর।
আরও পড়ুন: ফ্যানের স্পিড কমিয়ে দিলে কী কমে যাবে বিদ্যুতের বিল? আদৌ বাঁচে টাকা? আসল সত্যি জানলে চমকে যাবেন
advertisement
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘‘ইউ.পি.এ জোটের সদস্য ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আমলে উন্নয়নের তহবিল থেকে অনেক বেশি অর্থ মোদি সরকার দিয়েছে’’ সেই তথ্যও তুলে ধরেন তিনি।
অনিরুদ্ধ কির্তনীয়া
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 27, 2024 2:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Amit Shah: অনুপ্রবেশ থেকে দুর্নীতি, বঙ্গে এসেই ২৬'এ পরিবর্তনের ডাক অমিত শাহের! তুলোধনা তৃণমূলকে