North 24 Parganas News: পড়শি দেশে সীমান্ত পেরিয়ে ভারতের আকাশে রহস্যময় ড্রোন! কলকাতা, গঙ্গাসাগরের পর এবার সুন্দরবনে! এলাকায় আতঙ্ক

Last Updated:

কয়েকটি আলো ভারতের আকাশে মিটমিট করে জ্বলতে শুরু করে। ঘটনাস্থল ছিল কাটাখাল সেতুর আশপাশের এলাকা, যেখানে কয়েকজন যুবক বসে ছিলেন। এলাকাবাসীদের ধারণা সেগুলি ছিল আসলে ড্রোন।

+
আকাশে

আকাশে ড্রোন

জুলফিকার মোল্যা, উত্তর ২৪ পরগণা: পড়শি দেশে সীমান্ত পেরিয়ে  ভারতের আকাশে ড্রোন! কলকাতা, গঙ্গাসাগরের পর এবার সুন্দরবনে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদের কাটাখাল সীমান্ত এলাকায় রাতে দেখা গিয়েছে চাঞ্চল্যকর এক ঘটনা। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতের অন্ধকারে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে একটি কয়েকটি আলো ভারতের আকাশে মিটমিট করে জ্বলতে শুরু করে। ঘটনাস্থল ছিল কাটাখাল সেতুর আশপাশের এলাকা, যেখানে কয়েকজন যুবক বসে ছিলেন। এলাকাবাসীদের ধারণা সেগুলি ছিল আসলে ড্রোন। সেগুলি দেখতে পেয়ে দ্রুত মোবাইলে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন।
প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, প্রথম ড্রোনের পর আরও দুটি ড্রোন বাংলাদেশ সীমান্ত থেকে উড়ে এসে ভারতীয় আকাশে প্রবেশ করে এবং কিছুক্ষণ পর আবার ফিরে যায়। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
advertisement
advertisement
পাশাপাশি উপস্থিত হয় বিএসএফের স্থানীয় ক্যাম্পের সদস্যরাও। ঘটনার গুরুত্ব বিবেচনা করে উভয় পক্ষই তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে এই আলোর উৎস আসলেই কোন ড্রোন কিনা! কিংবা অন্য কোন বিষয় এই ঘটনার ঘটনার পিছনে কোনো গোয়েন্দা তৎপরতা অথবা অন্য কোনো উদ্দেশ্য জড়িত কিনা, তা খতিয়ে দেখছে প্রশাসন। পুলিশ এবং বিএসএফ যৌথভাবে তদন্ত শুরু করেছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: পড়শি দেশে সীমান্ত পেরিয়ে ভারতের আকাশে রহস্যময় ড্রোন! কলকাতা, গঙ্গাসাগরের পর এবার সুন্দরবনে! এলাকায় আতঙ্ক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement