East Medinipur News: আড়াই বছরের শিশুর বিস্ময় প্রতিভা, নাম তুললেন রেকর্ড বুকে

Last Updated:

বয়স মাত্র আড়াই বছর। যে বয়সে শিশুরা আধো আধো কথা বলতে পারে। সেই বয়সে প্রখর স্মৃতিশক্তি ও আশ্চর্য প্রতিভাধর এক শিশু।

+
বাবা-মায়ের

বাবা-মায়ের সঙ্গে জিনিয়া

কোলাঘাট: বয়স মাত্র আড়াই বছর। যে বয়সে শিশুরা আধো আধো কথা বলতে পারে। সেই বয়সে প্রখর স্মৃতিশক্তি ও আশ্চর্য প্রতিভাধর এক শিশু। গড় গড়িয়ে বলতে পারে আবৃত্তি। তাও আবার একটা দুটো কবিতা নয়, একাধিক কবিতা তার মুখস্থ। এই বয়সে অন্যান্য শিশুরা শুধু মা-বাবা বলতে পারে। সেই জায়গায় এই শিশুর স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হওয়ায় এই বয়সে নামতা থেকে ইংরেজি অক্ষর সবকিছুই গড় গড়িয়ে বলতে পারে। নাম জিনিয়া মান্না। বাড়ি কোলাঘাটের মহিষঘট গ্রামে। এই শিশু বয়সেই তার এই আশ্চর্য প্রতিভা দেখে পরিবারের পাশাপাশি প্রতিবেশী ও আত্মীয়রাও মুগ্ধ। ছোট্ট জিনিয়ার নাম উঠল ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে।‌
যে বয়সে অন্যান্য শিশুরা ঠিক মতকথা বলতে পারে না। সেই বয়সেই বিভিন্ন পশু পাখির ডাক থেকে অন্যান্য কথা শুনে শুনে বলতে পারত। অন্যান্য শিশুদের তুলনায় অনেকটাই বেশি। গড়গড়িয়ে ছড়া বলা থেকে নামতা, ইংরেজির অক্ষর সবকিছুই তার ঠোঁটস্থ। নিমেষেই বলতে পারে বিভিন্ন দেশের ফ্ল্যাগ দেখে দেশের নাম, ইংরেজিতে বারো মাসের নাম, সপ্তাহের সাত দিনের নাম, ছটি ঋতুর নাম, বিভিন্ন কবিতা সহ একাধিক বিষয়ে আধো আধো কথায় নিমেষেই বলে ছোট্ট জিনিয়া।
advertisement
দু’মাস আগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ‘ এ নাম নথিভুক্তিকরণের জন্য সমস্ত কিছু পাঠানো হয়। এরপর সমস্ত দিক বিবেচনা করে অবশেষে বাড়িতে এল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর পুরস্কার। সংস্থার পক্ষ থেকে জিনিয়ার জন্য পাঠায় একটি সুদৃশ্য মেডেল, এছাড়াও শংসাপত্র, সুদৃশ্য পেন সহ একাধিক উপহার। আর এই পুরস্কার আসার পরই মহিষগোট গ্রামের মান্না পরিবারে খুশির হাওয়া। ছোট্ট জিনিয়াকে দেখবার জন্য ভিড় জমাচ্ছে স্থানীয়রা। মা রুম্পা মান্না ও বাবা তুষার মান্না জানান, তাদের ছোট্ট মেয়ের এই প্রতিভা দেখে তারা সত্যিই অভিভূত।
advertisement
advertisement
আগামীদিন আরও কোন প্রতিযোগীতায় জিনিয়া তার নিজের নাম নথিভুক্ত করতে পারে তার চেষ্টা তারা করবেন। ছোট্ট বয়স থেকে জিনিয়ার এই অভাবনীয় প্রতিভার পেছনে মা রুম্পা মান্না সবসময় সময় দিয়ে থাকেন। পাশাপাশি বাবা, দাদু ঠাকুমাও বিভিন্নভাবে জিনিয়াকে সাধারণজ্ঞানের বিভিন্ন প্রশ্ন – উত্তর শেখান। সবমিলিয়ে আড়াই বছরের কোলাঘাটের ছোট্ট জিনিয়া যে আগামীদিনে বড় হয়ে জিনিয়াস হবে, সে বিষয়ে সন্দেহ নেই।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: আড়াই বছরের শিশুর বিস্ময় প্রতিভা, নাম তুললেন রেকর্ড বুকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement