#শান্তিনিকেতন: দিল্লির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এদিন ‘প্রতীচী ট্রাস্ট’-এর একটি আলোচনায় অংশ নেন তিনি। ‘দিল্লিতে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, পুলিশ আটকাটে পারছে না’ , এই মন্তব্য করে পুলিশি অক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন অমর্ত্য সেন।দিল্লির ঘটনা নিয়ে আপনি কতটা উদ্বিগ্ন? এই প্রশ্নের উত্তরে তিনি জানান,‘আমি খুবই উদ্বিগ্ন যে এমন একটা শহর, যা দেশের রাজধানী এবং কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে, সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় কী করে? পুলিশ আটকাতে পারে না? নাকি প্রয়োজনীয় চেষ্টা করে না? এটা যদি ঠিক হয় তাহলে চিন্তা করার কারণ আছে। এটা তো সত্য, যাঁরা মারা খাচ্ছেন, তাঁদের মধ্যে বেশির ভাগই মুসলমান ও সংখ্যালঘু৷ এদিকে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ। সেখানে এরকম একটা পার্থক্য যদি তৈরি হয় ও এটা চলতে থাকে, তাহলে আমাদের চিন্তা করার কারন আছে বৈকি। ভারতীয় নাগরিক হিসেবে এটা নিশ্চয়ই চিন্তার বড় কারণ। তবে আমি গর্বিত আমি ভারতীয় নাগরিক।’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amarta sen, Nobel, Pratichi trust, Wb bengal