কাদা পেরিয়ে বিদ্যালয়! এই যন্ত্রণার শেষ কবে?

Last Updated:

অবস্থা খারাপ পড়ুয়াদের! স্কুল যেতে যেতেও হাঁটু পর্যন্ত কাদা হয়ে যাচ্ছে তাদের।

+
স্কুলে

স্কুলে ঢোকার আগে

নীলাঞ্জন ব্যানার্জী, বাঁকুড়া: অবস্থা খারাপ পড়ুয়াদের! স্কুল যেতে যেতেও হাঁটু পর্যন্ত কাদা হয়ে যাচ্ছে তাদের। পড়াশোনা উঠছে লাটে! তবে কি স্কুলে আসবেনা তারা? ঘটনাটি প্রত্যন্ত জঙ্গলমহলের, ধারাবাহিকতার সঙ্গে বৃষ্টি! থামছেই না, এরই মধ্যে স্কুল যাতায়াতের রাস্তা কাঁচা ও বেহাল। পিচ রাস্তা থেকে প্রায় ২০০ মিটার,আর সেই ২০০ মিটার রাস্তাই এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে রাইপুরের শ্যামসুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া থেকে শিক্ষক- শিক্ষিকাদের কাছে। কাঁচা ও বেহাল রাস্তার জেরে স্কুল যাতায়াতে হিমশিম খেতে হচ্ছে পড়ুয়াদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বেশ কয়েকটি গ্রামের ছেলে- মেয়েরা রাইপুরের এই স্কুলে পড়াশোনা করে। পঞ্চম থেকে দশম পর্যন্ত প্রায় ৩০০ জন পড়ুয়া রয়েছে এই স্কুলে।পঠন পাঠনের দিক থেকে সামনে এগিয়ে থাকলেও স্কুলে ঢোকার মুখেই ২০০ মিটার রাস্তা অত্যন্ত বেহাল। জল কাদা রাস্তায় বর্ষাকালে হেঁটে পেরোনোই দায়। অসাবধানতাবশত কাদায় পড়ে গিয়ে কাদা জলে মাখামাখি অবস্থায় অনেককেই স্কুলের গেট থেকে বাড়ি ফিরে অভিযোগ স্থানীয়দের
advertisement
advertisement
স্থানীয়দের অভিযোগ,স্থানীয় পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি- সর্বত্রই ছাত্র- ছাত্রীদের স্বার্থে এই রাস্তা সংস্কারের আবেদন জানালেও কোনও কাজ হয়নি, দাবি শ্যামসুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শুভাশীষ রজকের। বাসিন্দাদের দাবি দ্রুত এই রাস্তা পাকা করার।
advertisement
বাঁকুড়ার জঙ্গলমহলের মানুষের জীবন জীবিকা কঠিন। শিক্ষাই একমাত্র ইন্ধন যা একটি ভাল ভবিষ্যৎ গড়ে তুলবে নিঃসন্দেহে। তবে সামান্য বৃষ্টির কারণে যদি সেটা বেগ পেতে হয় পড়ুয়াদের তাহলে সেটা প্রশ্নবিদ্ধ হতে বাধ্য।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাদা পেরিয়ে বিদ্যালয়! এই যন্ত্রণার শেষ কবে?
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement