নির্বাচনের মুখে ভোটার তালিকা থেকে নাম বাদ প্রায় ২০০ ভোটদাতার!
Last Updated:
#বোলপুর: নির্বাচনের মুখে ভোটার তালিকা থেকে নাম বাদ প্রায় ২০০ ভোটদাতার। এই অভিযোগ বোলপুর মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ জানান ভোটারা। সদ্য রেলের জায়গা থেকে উচ্ছেদ হওয়ায় ভোটররা, তালিকা থেকে বাদ গিয়েছে বলেই অভিযোগ।
বোলপুরের সুরশ্রীপল্লী এলাকায় রেল লাইনের পাড়ে বসবাস করত প্রায় ৯০ টিরও বেশি পরিবার৷ তারা সকলে বোলপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভোটার৷ সদ্য রেলের জায়গা থেকে উচ্ছেদ করা হয়৷ ফলে এই পরিবার গুলি বোলপুরের বিভিন্ন জায়গায় বসবাস শুরু করেছে। লোকসভা ভোটের প্রাক্কালে তারা জানতে পারেন যে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে৷ কেন নাম বাদ গেল জানতে প্রথমে ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেলী রায়ের দ্বারস্থ হন ভোটাররা।
advertisement
advertisement
সদুত্তর না পেয়ে তারা সোমবার বোলপুর মহকুমা শাসকের দপ্তরে যান। এবার তারা কোথায় ভোট দেবে, এই দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে এই মর্মে একটি স্মারকলিপিও জমা দেন তারা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 01, 2019 5:25 PM IST