Mobile Phone: শতাধিক মানুষের মুখে হাসি ফোটাল পুলিশ! মগরাহাট থানা যা করল, আপ্লুত সাধারণ মানুষ
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Mobile Phone: হারিয়ে যাওয়া শতাধিক মোবাইল উদ্ধার করে প্রাপকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ। নিজেদের খোয়া যাওয়া মোবাইল ফোনগুলি ফের ফিরে পেয়ে খুশি মোবাইল প্রাপকেরা।
মগরাহাট, দক্ষিণ ২৪ পরগনা, আনিশ উদ্দিন মোল্লাঃ বর্তমান সময়ে মোবাইল ছাড়া একপ্রকার অচল মানুষের জীবন। কাজ থেকে শুরু করে বিনোদন, সবকিছুর জন্যই অনেকের ভরসা হাতের মুঠোফোন। এবার হারিয়ে যাওয়া শতাধিক মোবাইল উদ্ধার করে প্রাপকদের হাতে ফিরিয়ে দিল মগরাহাট থানা।
জানা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া প্রায় ১২০টি মোবাইল উদ্ধার করে প্রাপকদের হাতে ফিরিয়ে দেয় মগরাহাট থানার পুলিশ। মোবাইল ফোনগুলি তুলে দেন ডায়মন্ড হারবারের এসডিপিও সাকিব আহমেদ। উপস্থিত ছিলেন সি আই মগরাহাট ও মগরাহাট থানার ওসি সহ অন্যান্যরা। হারিয়ে যাওয়া ফোন আবার ফিরে পেয়ে খুশি প্রাপকেরা।
advertisement
আরও পড়ুনঃ শীতের মরশুমের শুরুতেই কপাল খুলল পর্যটকদের! সুন্দরবনে ঘুরতে যাওয়া সার্থক, নভেম্বরের গোড়াতেই দেখা দিল দক্ষিণরায়
জানা যায়, মগরাহাট থানা এলাকায় একাধিক মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ জমা পড়েছিল। মগরাহাট থানার পুলিশ বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে এবং অভিযোগের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে খোয়া যাওয়া মোবাইল ফোনগুলি উদ্ধারের চেষ্টা শুরু হয়। তাতেই আসে সাফল্য।
advertisement
advertisement
এবার মগরাহাট থানার উদ্যোগে প্রায় ১২০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন তাঁদের প্রাপকদের হাতে ফের তুলে দেওয়া হল। নিজেদের খোয়া যাওয়া মোবাইল ফোনগুলি ফের ফিরে পেয়ে খুশি মোবাইল প্রাপকেরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
November 03, 2025 10:39 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mobile Phone: শতাধিক মানুষের মুখে হাসি ফোটাল পুলিশ! মগরাহাট থানা যা করল, আপ্লুত সাধারণ মানুষ

