Street Dog Killed: কুৎসিত! রাস্তার কুকুরকে রড দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা কৃষ্ণনগরে, ভাইরাল CCTV ফুটেজে শিউরে উঠতে হয়
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
Street Dog Killed: সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, অভিযুক্ত ওই ব্যক্তি হঠাৎই অতর্কিতে রাস্তার পাশে শুয়ে থাকা কুকুরটিকে এসে একাধিকবার লাঠি দিয়ে আঘাত করে।
কৃষ্ণনগর: প্রকাশ্য দিনের আলোয় রাস্তার ধারের এক পথ কুকুরকে নির্মমভাবে পিটিয়ে মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগর থানার অন্তর্গত চাষাপাড়া এলাকায়। সূত্রের খবর, রবিবার আনুমানিক সকাল ৯টা নাগাদ ২০ নম্বর ওয়ার্ডের চাষাপাড়ার একটি রাস্তায় পথকুকুর রাস্তারই এক পাশে বসে ছিল।
কিন্তু হঠাৎ করে কৃষ্ণনগর লিচুতলা পাড়ার এলাকার অতনু দাস (ডাকনাম রানা) নামে এক ব্যক্তি একটি প্রকাণ্ড রড নিয়ে নির্মমভাবে ওই কুকুরটিকে মারতে শুরু করে। এই দৃশ্যই ওই এলাকার একটি সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, অভিযুক্ত ওই ব্যক্তি হঠাৎই অতর্কিতে রাস্তার পাশে শুয়ে থাকা কুকুরটিকে এসে একাধিকবার লাঠি দিয়ে আঘাত করে। যতক্ষণ না পর্যন্ত কুকুরটি শেষ নিশ্বাস ত্যাগ করে, ততক্ষণ পর্যন্ত অভিযুক্ত ওই ব্যক্তি লাঠি দিয়ে আঘাত করে যায় কুকুরটিকে।
advertisement
advertisement
ইতিমধ্যেই এই নির্মম দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অনেকেই। অভিযুক্ত ওই ব্যক্তির দাবি, কুকুরটি রেবিস আক্রান্ত ছিল সেই কারণে কুকুরটিকে তিনি মেরেছেন। যদিও অভিযোগকারীদের দাবি, এই যুক্তি সম্পূর্ণ ভিত্তিহীন, কুকুরটি সম্পূর্ণভাবে সুস্থ ও সবল ছিল এবং তাদের নির্দিষ্ট সময়ে চিকিৎসা ও যত্নও করা হত।
advertisement
এরপরেই অভিযুক্ত ঐ ব্যক্তির নামে স্থানীয় এক বাসিন্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীরা জানায়, অভিযুক্ত ব্যক্তি অতনু দাস অভিযোগকারীদের গালিগালাজ করেন এবং তাদেরকে হুমকি পর্যন্ত দেন।
কৃষ্ণনগর চাষা পাড়ার বাসিন্দা ডলি ঘোষ জানান, দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই দু’টি রাস্তার কুকুরকে তারা ছোটবেলা থেকে লালন পালন করেছেন। প্রতিনিয়ত তাঁরা খাবার ও ওষুধপত্র দিয়ে যত্ন করতেন ওই দু’টি কুকুরের। ঘটনার দিন সকালবেলা তাঁর স্বামী কুকুর দু’টির খোঁজ করলে একটি কুকুরকে মৃত অবস্থায় তিনি দেখতে পান। এরপরেই স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে অভিযুক্ত অতনু দাসকে একটি রড দিয়ে নির্মমভাবে হত্যা করতে দেখা যায় ওই কুকুরটিকে। এরপর তিনি কেন এমন কাজ করলেন তাকে জিজ্ঞেস করা হলে উল্টে তিনি তাদের গালিগালাজ করেন এবং ধমক দেন। থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তির বিরুদ্ধে। লিখিত অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
advertisement
Mainak Debnath
Location :
Kolkata,West Bengal
First Published :
March 07, 2024 6:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Street Dog Killed: কুৎসিত! রাস্তার কুকুরকে রড দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা কৃষ্ণনগরে, ভাইরাল CCTV ফুটেজে শিউরে উঠতে হয়