পানীয় জল নিয়েই তৈরি হয়েছে বিরাট আশঙ্কা, সীমান্ত শহরে ঢুকছে ভয়ঙ্কর এক জল! কী হবে?
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের জল শহরে এনে বিক্রির কোনও অনুমতি নেই। কীভাবে এই জল শহরে প্রবেশ করছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
উত্তর ২৪ পরগনা: সীমান্ত শহর বনগাঁ পুর এলাকায় পঞ্চায়েতের সজল ধারা প্রকল্পের জল এনে বিক্রির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। গোপালনগর থেকে জল বিক্রি করতে আসা এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন বনগাঁর স্থানীয় জল ব্যবসায়ীরা। জল ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পঞ্চায়েত এলাকার সজল ধারা প্রকল্পের জল অবৈধভাবে শহরে এনে বিক্রি করা হচ্ছে। এই জল আইএসআই অনুমোদনপ্রাপ্ত নয়, ফলে জনস্বাস্থ্যের জন্য তা ক্ষতিকর হতে পারে বলে আশঙ্কা। এছাড়াও এতে শহরের বৈধ জল ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি তাঁদের।
ব্যবসায়ীদের বক্তব্য, সাধারণ মানুষ না বুঝেই এই জল কিনে নিচ্ছেন। অথচ সজল ধারা প্রকল্পের জল শুধুমাত্র গ্রামীণ এলাকার জন্য বরাদ্দ, পৌর এলাকায় তা বিক্রির কোনও বৈধতা নেই। ধৃত ব্যক্তি জানায়, সে গোপালনগরের বাসিন্দা মানবেন্দ্র দেবনাথের হয়ে জল সরবরাহের কাজ করছিল। তার দাবি, সে শুধু মালিকের নির্দেশেই জল পৌঁছে দিতে এসেছে, বিষয়টি নিয়ে বিস্তারিত কিছুই তাঁর জানা নেই। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।
advertisement
advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের জল শহরে এনে বিক্রির কোনও অনুমতি নেই। কীভাবে এই জল শহরে প্রবেশ করছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ প্রসঙ্গে এক প্রশাসনিক কর্তা বলেন, সজল ধারা গ্রামীণ পরিকাঠামোর গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এর অপব্যবহার ঠিক নয়। প্রয়োজন হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর বনগাঁ পৌর এলাকায় সাধারণ মানুষের পানীয় জল এর বৈধতা ও মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 30, 2025 4:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পানীয় জল নিয়েই তৈরি হয়েছে বিরাট আশঙ্কা, সীমান্ত শহরে ঢুকছে ভয়ঙ্কর এক জল! কী হবে?