East Medinipur: স্বাধীনতার আগের সব নথি উধাও তমলুক জেলের! বয়স ১০৩, আর পেনশন পাবেন ভীমচরণ রানা?

Last Updated:

East Medinipur:স্বাধীনতার আগের তমলুক জেলের নথি উধাও! তাই ১০৩ বছরের ভীমচরণ রানার পেনশন পাওয়ার আশা প্রায় রইলই না।

স্বাধীনতার আগের সব নথি উধাও তমলুক জেলের! বয়স ১০৩, আর পেনশন পাবেন ভীমচরণ রানা?
স্বাধীনতার আগের সব নথি উধাও তমলুক জেলের! বয়স ১০৩, আর পেনশন পাবেন ভীমচরণ রানা?
পূর্ব মেদিনীপুর: স্বাধীনতার আগের তমলুক জেলের নথি উধাও! তাই ১০৩ বছরের ভীমচরণ রানার পেনশন পাওয়ার আশা প্রায় রইলই না। যা নিয়ে হতাশ হলদিয়ার ভীমচরন রানা! পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বাসিন্দা ১০৩ বছরের ভীমচরন মান্নার মামলায় উঠে এলো “না” তথ্যই! ডিসেম্বর ১৯৪২-জুলাই, ১৯৪৩ সালের তমলুক জেলের নথি নেই। তন্নতন্ন করে কোনও রেজিস্টার খুঁজেও পাওয়া যায়নি। রিপোর্ট দিয়ে জানিয়েছেন আইজি কারা দফতর। রাজ্যের কারা দফতরের রিপোর্ট তলব করেন বিচারপতি অমৃতা সিনহা।
তমলুক জেল সুপার খুঁজে পাননি ভীমচরণ রানার কোনও তথ্য। তথ্যের অভাবে মামলা খারিজ করলেন বিচারপতি অমৃতা সিনহা। স্বাধীনতা সংগ্রামীদের জন্যে পেনশন পাওয়ার আবেদন করেন ভীমচরণ।
advertisement
advertisement
পেনশনের প্যারামিটার সম্পূর্ণ না হওয়ায় আগেই একবার আবেদন নাকচ করে কেন্দ্র। যা নিয়ে মন ভাল নেই হলদিয়ার ভবানীপুরের ভীম বাবুর। তবে শেষ বয়সে এসে পেনশন পাওয়ার জন্য তিনি এখনও অপেক্ষা করতে চান। কাতর অনুরোধও করছেন প্রশাসনের কাছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur: স্বাধীনতার আগের সব নথি উধাও তমলুক জেলের! বয়স ১০৩, আর পেনশন পাবেন ভীমচরণ রানা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement