ভরা জোয়ারের জেরে উত্তাল সমুদ্র, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা
Last Updated:
কলকাতা: রবিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে ভরা জোয়ার শুরু। ১০-১২ ফুট উঁচু হবে সমুদ্রের ঢেউ। দীঘা থেকে বকখালি সমুদ্রে ঢেউ থাকবে। আজ বিকেল ৫টা থেকে ভরা জোয়ার ৷ সোমবার রাত সাড়ে এগারোটা পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে।
ভরা জোয়ারের পাশাপাশি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে। যার জেরে হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে ৷ পাশাপাশি ভরা জোয়ারের জেরে শনিবার রাত থেকেই ঝোড়ো হাওয়া বইছে সমুদ্রে ৷ যার জেরে গতকাল গভীপ রাত থেকেই ফুলে উঠছে জল। তাই উত্তাল পরিস্থিতিতে আগামী ২৪ ঘন্টা মত্স্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। রবিবারের মধ্যে মৎসজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে নির্দেশ। মৎসজীবীদের ১৩-১৫ সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আবহাওয়া দপ্তরের।
advertisement
একইসঙ্গে পর্যটকদের উপরও জারি হয়েছে নিষেধাজ্ঞা ৷ রবিবার ছুটির দিনে ভিড় উপচে পড়েছে দিঘা, মন্দারমনিতে ৷ কিন্তু ভরা জোয়ারের জেরে উত্তাল থাকবে সমুদ্র ৷ এতে প্রাণহানির আশঙ্কা রয়েছে ৷ ফলে পর্যটকদের সমুদ্র স্নানের উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা ৷ পাশাপাশি উপকূলরক্ষী বাহিনীকেও সতর্ক করা হয়েছে ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 12, 2018 8:36 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভরা জোয়ারের জেরে উত্তাল সমুদ্র, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা