Akshay Tritiya2024: অক্ষয় তৃতীয়ায় ভোগে মাছের মাথা পেলেন তারাপীঠের মা তারা!
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Akshay Tritiya 2024: অক্ষয় তৃতীয় উপলক্ষে মা তারাকে দুপুরের অন্নভোগে খিচুড়ি, পোলাও, পাঁচ রকম ভাজা শোল মাছ পোড়া, মাছের মাথা এবং কারণ সহযোগে ভোগ নিবেদন করা হয়
বীরভূম: অক্ষয় তৃতীয়া বাঙালি হিন্দুদের কাছে অত্যন্ত পুণ্যের দিন। পয়লা বৈশাখে বেশিরভাগ জায়গা হালখাতা হলেও আজও অনেকে পুরনো ঐতিহ্য মেনে অক্ষয় তৃতীয়াতে হালখাতা করেন। আর তার জন্য শুক্রবার সকাল থেকে মন্দিরে মন্দিরে লম্বা লাইন দেখা গেল। অক্ষয় তৃতীয়ার পুজো দেওয়ার জন্য তারাপীঠেও উপচে পড়ল ভিড়।
বীরভূমের তারাপীঠ মন্দিরে যেকোনো পুণ্য তিথিতেই পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। এবারে অক্ষয় তৃতীয়াতেও তার অন্যথা হল না। আশেপাশের এলাকার গ্রাম শহর থেকে হাজার হাজার ব্যবসায়ী থেকে শুরু করে ভক্তরা ছুটে আসেন অক্ষয় তৃতীয়ার পুজো দিতে।
এদিন সকাল থেকে অসংখ্য ব্যবসায়ী হালখাতা পুজো করাতে তারাপীঠ মন্দিরে এসেছিলেন। লক্ষ্মী-গণেশের মূর্তি নিয়ে মা তারার সামনে পুজো দেন তাঁদের অনেকে। মন্দির কমিটি সভাপতি তারাময় মুখ্যপাধ্যায় জানান, আজ সকাল থেকে হাজার হাজার ভক্ত মন্দিরে এসেছেন। বহু ভক্ত দীর্ঘক্ষণ অপেক্ষা করে পুজো দিয়েছেন।
advertisement
advertisement
কেন অক্ষয় তৃতীয়ার এত গুরুত্ব রয়েছে, সেই বিষয়ে জ্যোতিষী দেবাশিস ভট্টাচার্য জানান, অক্ষয় তৃতীয়া হচ্ছে হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ দিন। আর এই শুভদিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন, এ জন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয়।বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেন। এদিনই সত্য যুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়।
advertisement
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, আজকের দিন মা তারাকে বিশেষ রাজরাজেশ্বরী বেশে সাজানো হয়েছে। সকালে মঙ্গল আরতির পর মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে সকলের জন্য গর্ভ গৃহের দরজা খুলে দেওয়া হয়। এর পরেই সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত চলে পুজো। অক্ষয় তৃতীয় উপলক্ষে মা তারাকে দুপুরের অন্নভোগে খিচুড়ি, পোলাও, পাঁচ রকম ভাজা শোল মাছ পোড়া, মাছের মাথা এবং কারণ সহযোগে ভোগ নিবেদন করা হয়।
advertisement
সৌভিক রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2024 1:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Akshay Tritiya2024: অক্ষয় তৃতীয়ায় ভোগে মাছের মাথা পেলেন তারাপীঠের মা তারা!