GangaSagar Mela: মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচিয়ে, সাগরে হিরো এয়ার অ্যাম্বুলেন্স

Last Updated:

GangaSagar Mela: চিকিৎসকরা বলছেন, দ্রুত হাসপাতালে নিয়ে আসায় সুস্থ করে তোলা গেছে পুণ্যার্থীদের। 

GangaSagar Mela: Air Ambulence
GangaSagar Mela: Air Ambulence
#কলকাতা:  একাধিক ব্যক্তিকে দ্রুত চিকিৎসার প্রয়োজনে সাগর দ্বীপ থেকে কলকাতায় উড়িয়ে এনে এবারও সাগর মেলার (GangaSagar Mela) হিরো হল এয়ার অ্যাম্বুলেন্স (Air Ambulence)। জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে শুরু হয় উদ্ধার কাজ। বছর পঁয়তাল্লিশের স্বর্ণলতা মন্ডল ও গীতা দেবীকে সেদিন সকালেই এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় কলকাতায়৷
১৪ তারিখ গুরুতর অসুস্থ এক মহিলা সাবিত্রী দেবীকে উদ্ধার করা হয়। ১৫ তারিখ উদ্ধার করা হয় উত্তর প্রদেশের বাসিন্দা সুভাষ চন্দ্র আরজারিয়াকে। প্রত্যেকেই মেলায় এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা বলছেন, দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় নিয়ে এসে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসায় তাদের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। চিকিৎসকরা তাই রাজ্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ঠিক তেমনি ভাবে অসুস্থ হয়ে পড়া রোগীর পরিজনরাও সাধুবাদ জানিয়েছেন রাজ্যের উদ্যোগকে৷
advertisement
advertisement
এক রোগীর পরিজন জানিয়েছেন, "বড় হাসপাতালে তাড়াতাড়ি না আসতে পারলে বিপদ ঘটে যেতে পারত। যে ভাবে আমাদের সাগর থেকে নিয়ে আসল হেলিকপ্টার তাতে প্রাণ বেঁচে গিয়েছে।" এর আগেও সাগর মেলায় এভাবেই একাধিক পূণ্যার্থীর প্রাণ বাঁচিয়েছে এয়ার অ্যাম্বুলেন্স (Air Ambulence)। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর (GangaSagar mela) একবার। জল পেরিয়ে, সড়ক পথে আসা যাওয়া করা বেশ কষ্টসাধ্য। সেখানে কোনও রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে আসা সত্যি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ফলে এয়ার অ্যাম্বুলেন্স সমস্যা মেটাচ্ছে।
advertisement
পর্যটন শিল্পকে আরও চাঙ্গা করতে কলকাতা থেকে সাগরের মধ্যে ২০১৩ সালের ডিসেম্বর মাসে চালু হয় হেলিকপ্টার পরিষেবা। যাতায়াত নিয়ে খরচ পড়ে মাত্র তিন হাজার টাকা। বছরের বিভিন্ন সময় যাত্রী পেলে এই রুটে বেহালা বা ডুমুরজলা থেকে হেলিকপ্টার উড়ে যায় সাগরের উদ্দেশ্যে। সাগরে মেলার  (GangaSagar Mela) সময় অবশ্য বাকি রুটে নয় এই পথেই প্রতিদিন কয়েকবার উড়ে যায় বেসরকারি সংস্থার এই হেলিকপ্টার। যা সারাবছর রাজ্য সরকার ভাড়ায় নিয়ে রাখে। ২০১৪ ও ২০১৫ সালে এই বেসরকারি সংস্থার হেলিকপ্টার গঙ্গাসাগরে তলিয়ে যাওয়া দুই জনকে উদ্ধার করে। ২০১৬,২০১৭ ও ২০১৮ সালে অসুস্থ রোগীদের কলকাতায় উড়িয়ে নিয়ে আসে। গত তিন বছরই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল মেলায় আসা মানুষের সুবিধার জন্য এয়ার অ্যাম্বুলেন্স  (Air Ambulence) নেওয়া হবে।
advertisement
Abir Ghosal
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
GangaSagar Mela: মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচিয়ে, সাগরে হিরো এয়ার অ্যাম্বুলেন্স
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement