East Medinipur News: লোকসভা নির্বাচনের আগে বড় সাফল্য শাসক শিবিরে! কোথা থেকে এল বড় জয়?
- Reported by:SAIKAT SHEE
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
লোকসভা নির্বাচনের আগে সমবায় নির্বাচনে এই জয়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় শাসক শিবিরকে বাড়তি অক্সিজেন দিল।
এগরা: লোকসভা নির্বাচনের আগে বড় সাফল্য শাসক শিবিরে। লোকসভা নির্বাচন দোর গড়ায়। ২০২৪ সালে দেশ জুড়ে লোকসভা নির্বাচন রয়েছে। লোকসভা ভোটের আগে লোকসভার নির্বাচনে দামামা বেজে গিয়েছে। সময় যত এগোচ্ছে ভোট নিয়ে গ্রাম থেকে শহর সর্বত্রই চায়ের আড্ডায় জমে উঠছে ভোটের চর্চা।
শিয়রে যখন লোকসভা ভোট তখন তার আগেই জেলায় শাসক-শিবিরের সাফল্য। শাসক শিবিরের বড় জয় লোকসভা ভোটের আগে বাড়তি অক্সিজেন জোগাল। আর সেই বাড়তি অক্সিজনে এল সমবায় নির্বাচন থেকে। নির্বাচনে বড় সাফল্য লাভ করল রাজ্যের শাসক দল।
আরও পড়ুন: আগামী তিন মাস বন্ধ থাকবে ‘মন কি বাত’! বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বিপুল জয় শাসক শিবিরে। ধরাশায়ী বিরোধী শিবির। পূর্ব মেদিনীপুর জেলার এগরার দলঅলুয়া সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। দলঅলুয়া সমবায় সমিতিতে মোট ৫০টি আসন। কড়া পুলিশের নিরাপত্তার মধ্যে প্রতিটি আসনে ভোট হয়। মোট ভোটারের সংখ্যা ১ হাজার ২৬৪ জন।
advertisement
advertisement
এর মধ্যে ভোট দেন ১ হাজার ২৫০ জন। ভোটের পর ভোট গণনায় ৫০ টি আসনের মধ্যে ৪৩টি আসন জয়লাভ করে শাসক দলের প্রার্থীরা। মাত্র ৭টি আসনে জয় লাভ করে বিরোধি শিবিরের প্রার্থীরা। এদিন জয়ের পর উচ্ছ্বসিত শাসক শিবির। তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা সবুজ আবির উড়িয়ে ও মিষ্টি মুখ করে আনন্দে মেতে ওঠেন।
advertisement
সমবায় নির্বাচনে শাসক শিবির জয় লাভ করায় জয়ী প্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। এগরার বিধায়ক জানিয়েছেন, এই জয়, মানুষের জয়। এগরা পৌরসভার মানুষ যে রাজ্যের শাসকদলের সঙ্গে আছে তা এর থেকেই প্রমাণিত হয়।
আগামী লোকসভা নির্বাচনে এগরা থেকে অনেক বেশি ভোটে রাজ্যের শাসক দল লিড পাবে। কিন্তু শাসক শিবিরের কথাকে আদৌ গুরুত্ব দিচ্ছে না বিরোধী শিবির। কাঁথি সাংগঠনিক জেলা যুবমোর্চার ইনচার্জ অরুপ দাশ জানিয়েছেন, ‘‘সমবায় সমিতির নির্বাচন দেখে লোকসভার বিচার করা যায় না। র্যাগিং করে তৃণমূল ভোটে জিতেছে। আগামী লোকসভা ভোটে এগরার মানুষ রাজ্যের শাসক দল নয় বরং প্রধান বিরোধী দলের প্রার্থীকেই সমর্থন জানাবে।’’
advertisement
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সমবায় নির্বাচন ঘিরেই ভোট আবহ লোকসভা নির্বাচনের আগেই। লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতেও খানিকটা কোণঠাসা রাজ্যের প্রধান বিরোধী দল। আর তাই লোকসভা নির্বাচনের আগে সমবায় নির্বাচনে এই জয়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় শাসক শিবিরকে বাড়তি অক্সিজেন দিল।
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 25, 2024 7:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: লোকসভা নির্বাচনের আগে বড় সাফল্য শাসক শিবিরে! কোথা থেকে এল বড় জয়?








