নবপত্রিকা নির্মাণ, প্রাণ প্রতিষ্ঠা..! হাতেকলমে শেখানো হল সব, দুর্গাপুজোর আগে শহরে পুরোহিতদের কর্মশালা

Last Updated:

Durga Puja 2025: এদিনের কর্মশালায় হাতেকলমে শারদীয়া দুর্গাপূজার বিল্ববৃক্ষে বোধন, নবপত্রিকা নির্মাণ, প্রাণ প্রতিষ্ঠা, ন্যাসাদি কর্ম থেকে শুরু করে হোম ও সামগ্রিক মহাপূজার বিধি-বিধান প্রশিক্ষণ দেওয়া হয়। পুরুলিয়া শহরের একটি ধর্মশালায় এই আয়োজন করা হয়

পুরোহিতদের কর্মশালা
পুরোহিতদের কর্মশালা
পুরুলিয়া, ইন্দ্রজিৎ মণ্ডলঃ আর মাত্র হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই পুজো শুরু হওয়ার দিন গুনতে শুরু করেছেন অনেকে। এই আবহে দুর্গাপূজার পুরোহিতদের কর্মশালা আয়োজিত হল। এদিন পুরুলিয়া শহরের একটি ধর্মশালায় এই আয়োজন করা হয়।
এদিনের কর্মশালায় হাতেকলমে শারদীয়া দুর্গাপূজার বিল্ববৃক্ষে বোধন, নবপত্রিকা নির্মাণ, প্রাণ প্রতিষ্ঠা, ন্যাসাদি কর্ম থেকে শুরু করে হোম ও সামগ্রিক মহাপূজার বিধি-বিধান প্রশিক্ষণ দেওয়া হয়। নতুন প্রজন্মের পুরোহিতদের হাতেকলমে পুজোর নিয়মকানুন শেখানো হয়। জানা যাচ্ছে, নতুন প্রজন্মের প্রায় শতাধিক পুরোহিত এই কর্মশালায় অংশ নিয়েছিলেন।
আরও পড়ুনঃ ছাত্রীদের চিকিৎসা পরিষেবা, ফ্রি-তে ওষুধ! সাংসদ অভিষেকের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে সেবাশ্রয় ক্যাম্প
এদিন পুরুলিয়া শহরের একটি ধর্মশালায় এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়। রঘুনাথপুর বৈদিক সংস্কৃতি কেন্দ্রের পণ্ডিতেরা এই আয়োজন করেন। কলকাতা থেকে আগত কয়েকজন বিশিষ্ট পণ্ডিতও এই কর্মশালায় অংশ নেন। নতুন পুরোহিতেরা জানান, এই ধরণের কর্মশালার অনেকখানি প্রয়োজন রয়েছে।
advertisement
advertisement
দুর্গাপুজো শুরু হতে এক সপ্তাহেরও কম সময় বাকি। আকাশে-বাতাসে পুজো পুজো গন্ধ। মায়ের আগমনের অপেক্ষায় দিন গুনছেন বহু মানুষ। এই আবহে পুরুলিয়া শহরে পুরোহিতদের নিয়ে বিশেষ কর্মশালা আয়োজিত হল। এই ধরণের কর্মশালার অনেকখানি প্রয়োজন আছে বলে জানিয়েছেন নতুন পুরোহিতেরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নবপত্রিকা নির্মাণ, প্রাণ প্রতিষ্ঠা..! হাতেকলমে শেখানো হল সব, দুর্গাপুজোর আগে শহরে পুরোহিতদের কর্মশালা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement