Agriculture News: বসন্তের বৃষ্টিতে আম নিয়ে সংশয়ের মেঘ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
ঝড়ো হওয়ার সঙ্গে অসময়ের এই বৃষ্টিতে আমের মুকুল ঝরে যেতে পারে বলে আশঙ্কা। পাশাপাশি এই মেঘলা আবহাওয়ায় ছত্রাকের আক্রমণ ঘটতে পারে
দক্ষিণ ২৪ পরগনা: আম কে বলা হয় ফলের রাজা। আর গ্রীষ্মকালে দক্ষিণ ২৪ পরগনার জেলার অধিকাংশ এলাকাতেই আম চাষ হয়। কিন্তু গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েছে জেলায়। আর তাতেই চাষে ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন এখানকার কৃষকরা।
ঝড়ো হওয়ার সঙ্গে অসময়ের এই বৃষ্টিতে আমের মুকুল ঝরে যেতে পারে বলে আশঙ্কা। পাশাপাশি এই মেঘলা আবহাওয়ায় ছত্রাকের আক্রমণ ঘটতে পারে। তাই কৃষি বিশেষজ্ঞরা এই মুহূর্তে নিয়মিত আম গাছে ছত্রাক নাশক স্প্রে করার পরামর্শ দিয়েছেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই সময়ের মধ্যে আমের মুকুল না ফুটলে কৃষি বিষয় বিশেষজ্ঞরা বলছেন, মিথিন গ্রুপের কীটনাশকের সঙ্গে ছত্রাকনাশক ২ গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে টানা স্প্রে করতে হবে। আর তার ফলেই ছত্রাক সংক্রমনের আশঙ্কা অনেকটাই এড়ানো যাবে। কিন্তু এই সময়ে কোনও ব্যাবস্থা না নিলে পরবর্তীতে আমের ফলন বাধাগ্রস্থ হতে পারে। মেঘলা আবহাওয়া থাকলে বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলে সালফার জাতীয় ছত্রাকনাশক যেমন, থিওভিট কুমলাস ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। এছাড়া যে সমস্ত গাছগুলতে এখন পর্যন্ত মুকুল দেখা যাচ্ছে না সেগুলোতে মুকুল আসার সম্ভাবনা অনেক কম। আর যেসব এলাকায় বৃষ্টিপাত হয় নি সেসব এলাকায় সেচ দেওয়া যেতে পারে। এতে ফলন ভাল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। মনে রাখতে হবে বৃষ্টি শেষ হলে কড়া রোদে এসব ওষুধ প্রয়োগ করতে হবে।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2024 9:12 PM IST