রাস্তা তৈরি নিয়ে দফায় দফায় সংঘর্ষ, চলছে বোমবাজিও
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
গোষ্ঠী কোন্দলের একদিকে আছে নেতা বাবুলাল ওরফে হারুন রশিদ। অন্যদিকে রয়েছেন শেখ আজিমুল হোসেন।
#কাঁথি: রাস্তা তৈরি নিয়ে দফায় দফায় সংঘর্ষ আর বোমাবাজির ঘটনায় ফের উত্তপ্ত ভগবানপুরের লালপুর এলাকা। সংঘর্ষ বোমাবাজির এই ঘটনা মুলত দুই গোষ্ঠীর মধ্যেই চলছে বলে স্থানীয় সুত্রের খবর। এলাকা দখলের জন্য দুই গোষ্ঠীর মধ্যে লালপুর অঞ্চলে নিয়মিতই সংঘর্ষ চলে।
গোষ্ঠী কোন্দলের একদিকে আছে নেতা বাবুলাল ওরফে হারুন রশিদ। অন্যদিকে রয়েছেন শেখ আজিমুল হোসেন। দুই নেতার অনুগামীদের মধ্যে এদিন ব্যাপক সংঘর্ষ চলছে। চলছে বোমাবাজিও।
ঘটনায় দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ধড়পাকড় চালিয়ে বেশ কয়েকজনকে আটক পুলিশ। চলছে পুলিশি টহলদারি।
advertisement
Sujit Bhowmick
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 12, 2020 9:18 AM IST