#আসানসোল: বৃহস্পতিবার আসানসোলের রেলপাড় এলাকায় যেতে চান বাবুল ৷ এদিন এলাকায় ঢুকতে বাধা দেয় স্থানীয়রা ৷ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসী ৷
এদিন আসানসোল কল্যাণপুরে যাওয়ার পথে বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয়। এলাকায় ঢুকতে গেলে বাধার মুখে পড়েন। এরপর চাঁদমারিতে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। আইপিএস অফিসারকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও, বাবুলকে মুক্ত করতে পরে লাঠিচার্জ করে পুলিশ ৷
ঘটনার পর বাবুলকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রীরও ৷ আজকের ঘটনার বিস্তারিত রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রীকে জমা দেবেন বাবুল ৷ ‘যে কোনও জায়গায় যেতে পারি ৷ সাংসদ হিসেবে যেতে পারি ৷ ১৪৪ ধারা ভাঙিনি ৷ আমাকে আটকাতে এত ব্যস্ত কেন?’, আটকানো প্রসঙ্গে বললেন বাবুল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Agitation, Asansol, Babul Supriya