আসানসোলে বাবুলকে ঢুকতে বাধা স্থানীয়দের, পুলিশ অফিসারকে ধাক্কা কেন্দ্রীয় মন্ত্রীর
Last Updated:
বৃহস্পতিবার আসানসোলের রেলপাড় এলাকায় যেতে চান বাবুল ৷ এদিন এলাকায় ঢুকতে বাধা দেয় স্থানীয়রা ৷
#আসানসোল: বৃহস্পতিবার আসানসোলের রেলপাড় এলাকায় যেতে চান বাবুল ৷ এদিন এলাকায় ঢুকতে বাধা দেয় স্থানীয়রা ৷ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসী ৷
এদিন আসানসোল কল্যাণপুরে যাওয়ার পথে বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয়। এলাকায় ঢুকতে গেলে বাধার মুখে পড়েন। এরপর চাঁদমারিতে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। আইপিএস অফিসারকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও, বাবুলকে মুক্ত করতে পরে লাঠিচার্জ করে পুলিশ ৷
ঘটনার পর বাবুলকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রীরও ৷ আজকের ঘটনার বিস্তারিত রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রীকে জমা দেবেন বাবুল ৷ ‘যে কোনও জায়গায় যেতে পারি ৷ সাংসদ হিসেবে যেতে পারি ৷ ১৪৪ ধারা ভাঙিনি ৷ আমাকে আটকাতে এত ব্যস্ত কেন?’, আটকানো প্রসঙ্গে বললেন বাবুল ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2018 2:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আসানসোলে বাবুলকে ঢুকতে বাধা স্থানীয়দের, পুলিশ অফিসারকে ধাক্কা কেন্দ্রীয় মন্ত্রীর