দাঁড়কার বিস্ফোরণে উঠছে পুলিশি গাফিলতির অভিযোগ, লাভপুরে ফিরল ২ বছর আগের স্মৃতি

Last Updated:
#লাভপুর: বীরভূমে ফের বিস্ফোরণ। মল্লারপুরের ক্লাবের পর এবার লাভপুরের দাঁড়কার পরিত্যক্ত স্বাস্থ‍্যকেন্দ্র। বুধবার রাতে বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে স্বাস্থ‍্যকেন্দ্রের একাংশ। বিস্ফোরণ হয় পুলিশ ক‍্যাম্পের কাছেই।
বারবার বিস্ফোরণে কেঁপে উঠছে বীরভূম। মল্লারপুরের ক্লাবের পর এবার লাভপুরের দাঁড়কা। লাভপুরের দাঁড়কায় পরিত‍্যক্ত স্বাস্থ‍্যকেন্দ্র। বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ হঠাৎই বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে স্বাস্থ‍্যকেন্দ্রের একাংশ। স্বাস্থ‍্যকেন্দ্র ঢিলছোঁড়া দূরত্বে পুলিশের ক‍্যাম্প। প্রাথমিক তদন্তে অনুমান, পরিত‍্যক্ত স্বাস্থ‍্যকেন্দ্রে মজুত ছিল বোমা।
এলাকাবাসীর অভিযোগ, পুলিশের একাংশের মদতেই এলাকায় বাড়ছে দুষ্কৃতী দৌরাত্ম‍্য। এই অভিযোগে বৃহস্পতিবারই পুলিশের ক‍্যাম্প ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল।
advertisement
advertisement
এবার কেউ মারা না গেলেও বিস্ফোরণে লাভপুরে ফিরে এসেছে দু্’বছর আগের স্মৃতি। লাভপুরে দাঁড়কার পাশের গ্রাম দরবারপুর। ২০১৭ সালে সেখানেই বিস্ফোরণে মৃত‍্যু হয় ৯ জনের।
গত শনিবারই বীরভূমের মল্লারপুরে বিস্ফোরণে উড়ে যায় একটি ক্লাব। জানা গিয়েছে, সেই ক্লাবেও মজুত ছিল বোমা। মল্লারপুরে বিস্ফোরণের পর বদলি করা হয়েছে থানার আইসিকে। পুলিশি গাফিলতিতেই কি বারবার বিস্ফোরণে কাঁপছে বীরভূম? ফের প্রশ্ন তুলে দিল লাভপুরের দাঁড়কা।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দাঁড়কার বিস্ফোরণে উঠছে পুলিশি গাফিলতির অভিযোগ, লাভপুরে ফিরল ২ বছর আগের স্মৃতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement