আগরতলা কলকাতাগামী বিমান নেমে গেল আচমকা! জরুরি অবতরণ... কী এমন হল?
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
অসুস্থ যাত্রীকে বিমান থেকে বের করার পরবর্তী ক্ষেত্রে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
কলকাতা: আগরতলা থেকে কলকাতার উদ্দেশে ৬ই ৪৯১ বিমান মাঝআকাশে অবতরণ করল আচমকা। সূত্রের খবর, অবতরণ করার আগের মুহূর্তে একজন যাত্রী অসুস্থ হয়ে পড়ে। পাইলট তৎক্ষণাৎ কলকাতা বিমানবন্দরে এটিসিকে জানায়। সবুজ সঙ্কেত পাওয়ার পরেই বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। অসুস্থ যাত্রীকে বিমান থেকে বের করার পরবর্তী ক্ষেত্রে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
advertisement
ইনদওরগামী এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন আতঙ্ক৷ রবিবার সাতসকালেই দিল্লি থেকে ইনদওরগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড়ানের কিছুক্ষণ পরেই সেই ফ্লাইট ফেরানো হল দিল্লিতে৷ ফ্লাইট টেক-অফের পরে পাইলট বিমানের ডান ইঞ্জিনে আগুন লাগার ইঙ্গিত পান। বিমানের ক্রুরা তাৎক্ষণিকভাবে স্ট্যান্ডার্ড পদ্ধতি অনুসরণ করে ইঞ্জিন বন্ধ করে দিল্লিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিমানটি দিল্লি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে এবং সমস্ত যাত্রীদের বিকল্প বিমানে স্থানান্তরিত করা হয়।
advertisement
advertisement
এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, ‘৩১শে অগাস্ট দিল্লি থেকে ইনদওরগামী ফ্লাইট AI2913, উড়ানের কিছুক্ষণ পরেই দিল্লিতে ফিরে আসে, কারণ ককপিট ক্রুরা ইঞ্জিনে আগুন লাগার ইঙ্গিত পেয়েছিলেন। স্ট্যান্ডার্ড পদ্ধতি অনুসরণ করে, ককপিট ক্রু ইঞ্জিনটি বন্ধ করে দিল্লিতে ফিরে আসেন, যেখানে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। বিমানটি পরিদর্শনের জন্য গ্রাউন্ডেড করা হয়েছে এবং যাত্রীদের একটি বিকল্প বিমানে স্থানান্তর করা হচ্ছে, যা শীঘ্রই ইনদওরে ফ্লাইট পরিচালনা করবে৷’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 01, 2025 4:57 PM IST









